১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২১ বছরের অপেক্ষার অবসান, মিস ইউনিভার্স ভারতের হারনাজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 32

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৭০ তম মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন পাঞ্জাবের তনয়া হারনাজ সান্ধু।২০০০ সালে লারা দত্তার বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা । সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ।

হারনাজ সহ মোট ৮০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন। ফার্স্ট রানার-আপ হন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও সেকেন্ড রানার-আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা মওয়ানে।

হারনাজের জয়ের খবর মিস ইউনিভার্স অর্গানাইজেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে । ইজরায়েলের ইলাতে ইউনিভার্স ডোমে অনুষ্ঠানটি হয় । সেখানেই এই খেতাব দেওয়া হয়।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১ বছরের অপেক্ষার অবসান, মিস ইউনিভার্স ভারতের হারনাজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৭০ তম মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন পাঞ্জাবের তনয়া হারনাজ সান্ধু।২০০০ সালে লারা দত্তার বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা । সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ।

হারনাজ সহ মোট ৮০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন। ফার্স্ট রানার-আপ হন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও সেকেন্ড রানার-আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা মওয়ানে।

হারনাজের জয়ের খবর মিস ইউনিভার্স অর্গানাইজেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে । ইজরায়েলের ইলাতে ইউনিভার্স ডোমে অনুষ্ঠানটি হয় । সেখানেই এই খেতাব দেওয়া হয়।