০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আশঙ্কাই সত্যি হল, রাজ্যে হদিশ মিলল দুই ওমিক্রন আক্রান্তর

পুবের কলম ওয়েবডেস্ক: বিদেশ ফেরত দুই যাত্রীকে নিয়ে চিন্তিত ছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের কর্তাদের আশঙ্কাকে সত্যি করে এবার ধরা পড়ল দুই ব্যক্তির ওমিক্রন। জানা গিয়েছে, লন্ডন ও নাইজেরিয়া থেকে আসা দুই ব্যক্তির দেহে মিলেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়্যান্ট। এর আগে আবশ্য আবুধাবি ফেরত এক শিশুকে নিয়ে এমনই খবর ছড়িয়েছিল।
সূত্রের খবর, লন্ডন থেকে আসা ব্যক্তি আলিপুরের বাসিন্দা। তিনি আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যজন নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তিনিও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিদেশ থেকে ফেরার পরেই তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাতে করোনা ধরা পড়ে। এদিকে সতর্কতা হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিয়ম জারি করেছে যে, এমন ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হবে। সেই মত বিদেশ ফেরত দুই ব্যক্তিকেই আইসোলেশনে রাখা হয়। তাঁদের করোনার ভ্যারিয়্যান্ট জানার দুজনেরই লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতেই জানা গিয়েছে, দুজনই ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধিতে ঢিলেমি চলবে না। রাজ্য স্বাস্থ্য দফতরও এই নিয়ে  কড়া পদক্ষেপ নিচ্ছে।

আক্রান্ত  দুজনের শরীরে সামান্য উপসর্গ থাকলেও কেউই গুরুতর অসুস্থ নন।

ট্যাগ :

পবিত্র কোরআন হাতে শপথ নেবেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আশঙ্কাই সত্যি হল, রাজ্যে হদিশ মিলল দুই ওমিক্রন আক্রান্তর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিদেশ ফেরত দুই যাত্রীকে নিয়ে চিন্তিত ছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের কর্তাদের আশঙ্কাকে সত্যি করে এবার ধরা পড়ল দুই ব্যক্তির ওমিক্রন। জানা গিয়েছে, লন্ডন ও নাইজেরিয়া থেকে আসা দুই ব্যক্তির দেহে মিলেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়্যান্ট। এর আগে আবশ্য আবুধাবি ফেরত এক শিশুকে নিয়ে এমনই খবর ছড়িয়েছিল।
সূত্রের খবর, লন্ডন থেকে আসা ব্যক্তি আলিপুরের বাসিন্দা। তিনি আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যজন নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তিনিও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিদেশ থেকে ফেরার পরেই তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাতে করোনা ধরা পড়ে। এদিকে সতর্কতা হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিয়ম জারি করেছে যে, এমন ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হবে। সেই মত বিদেশ ফেরত দুই ব্যক্তিকেই আইসোলেশনে রাখা হয়। তাঁদের করোনার ভ্যারিয়্যান্ট জানার দুজনেরই লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতেই জানা গিয়েছে, দুজনই ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধিতে ঢিলেমি চলবে না। রাজ্য স্বাস্থ্য দফতরও এই নিয়ে  কড়া পদক্ষেপ নিচ্ছে।

আক্রান্ত  দুজনের শরীরে সামান্য উপসর্গ থাকলেও কেউই গুরুতর অসুস্থ নন।