দেবশ্রী মজুমদার, রামপুরহাট: জিঙ্গল বেলস বোধ হয় অনেক আগেই বড় দিনের আমেজে মানুষের মনে বাজে। সেই উপলক্ষ্যে রামপুরহাটের “কাবা” দোকানে কচিকাচা থেকে বড়দের ভিড় উপচে পড়ছে। দোকানের মালিক সুমন সেখ এবং দোকানে থাকা হানিফ ইসলাম জানান, দুশো থেকে পাঁচশো দামের কেক দেদার বিকোচ্ছে। তবে সব থেকে বেশি বিকোচ্ছে নলেন গুড়ের মিস্টি স্বাদের কেক।

দোকানে শুধু কেক নয়, আছে সান্তাক্লজের পোশাক, টুপি, ক্রিশমাস ট্রি। তাও মানুষ কিনছে। কারণ রাত পেরোলেই তো মেরি ক্রিশমাস। দোকানে এক ক্রেতা জানালেন, চকলেট কিনছি বাড়িতে বাচ্চার জন্য, রাতে মোজায় ভরে রাখতে হবে তো। আজকের রাতে সব বাবারাই তো সান্তা ক্লজ। পাশেই দোকানীর সহাস্য মন্তব্য, এখানেই তো আমরা বাঙালি। উৎসব পাগল। সে যে ধর্মেরই হোক। সব আমাদের।



























