লখনউ: বরিষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের লখনউ আদালত। অযোধ্যা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইমস’ নামের বেস্টসেলার ওই বইয়ে উগ্র হিন্দুত্ববাদকে বোকো হারাম এবং আইসিসের সঙ্গে তুলনা করেছেন তিনি, এমনই অভিযোগ। এই কারণে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু ত্যাগী খুরশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। বকশি কা তালাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করার এবং বিষয়টির সঠিক তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শুভাঙ্গী তিওয়ারি নামে এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন আদালত। ম্যাজিস্ট্রেট জানান, আবেদন পর্যালোচনা করে আমার মনে হয়েছে বিচারযোগ্য অপরাধ করেছেন সালমান খুরশিদ। আগামী তিনদিনের মধ্যে খুরশিদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। আবেদনকারী অভিযোগ করেছিলেন, খুরশিদের লেখা বইয়ের কিছু অংশ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও বলেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য থানায় আবেদন করেছিলেন তিনি, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। প্রসঙ্গত, এর আগে খুরশিদের এই বই বিক্রি বন্ধের দাবিতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সালমান খুরশিদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ লখনউ আদালতের
-
সুস্মিতা - আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার
- 54
ট্যাগ :
সর্বধিক পাঠিত



















