০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধাননগরে ৪১টি ওয়ার্ড দখলেই, আত্মবিশ্বাসী তৃণমূল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 44

ফারুক আলম: হাওড়া ছাড়াই চার পুরনিগমের নির্বাচন শিয়রে। শিলিগুড়ি– চন্দননগর– আসানসোল সঙ্গে সেই তালিকায় রয়েছে বিধাননগর পুরনিগমও। ঠিক হয়েছে আগামী ২২ জানুয়ারি এগুলিতে ভোট হবে। গণনা ২৫ জানুয়ারি। চার পুরনিগম চালু হয়েছে আদর্শ আচরণবিধি। পাঁচ বছর আগে থেকে বিধাননগর পুরবোর্ড চলছে তৃণমূল কংগ্রেস প্রচলিত। বছরভর পুর পরিষেবা বজায় তো ছিলই। অতিরিক্তভাবে করোনার দুঃসময়ে নাগরিক পাশে ছিল পুরবোর্ড। সেই কাজের স্বীকৃতিস্বরূপ বিধাননগরের ঝুলিতে এসেছে ‘স্কচ আওয়ার্ড’।

যা কিনা পুর নির্বাচনে অতিরিক্ত অক্সিজেন যোগাচ্ছে তৃণমূলের। সর্বদা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার নিরিখে ৪১ টি ওয়ার্ড দখলে কেবল সময়ের অপেক্ষা। এমনটাই বলছেন তৃণমূল নেতৃত্বরা। বিধাননগর পুরো বোর্ডের অন্যতম সদস্য তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বলছেন, মানুষের পরিষেবায় বছরভর আমরা ছিলাম। তাই পুরো নির্বাচন নিয়ে আমরা পুরোদমে প্রস্তুত।

আরও পড়ুন: কলকাতা ও বিধাননগরে হুক্কা বার বন্ধ করা যাবে না, জানালো হাইকোর্ট

তিনি বলছেন– ‘ভোটে নামব। খেলব। জিতব। ৪১ ওয়ার্ডেই জয় হবে। কেবল সময়ের অপেক্ষা’।

আরও পড়ুন: বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডের পর অপসারিত বিধাননগরে সিপি সুপ্রতীম সরকার, নতুন সিপি হলেন গৌরব শর্মা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধাননগরে ৪১টি ওয়ার্ড দখলেই, আত্মবিশ্বাসী তৃণমূল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

ফারুক আলম: হাওড়া ছাড়াই চার পুরনিগমের নির্বাচন শিয়রে। শিলিগুড়ি– চন্দননগর– আসানসোল সঙ্গে সেই তালিকায় রয়েছে বিধাননগর পুরনিগমও। ঠিক হয়েছে আগামী ২২ জানুয়ারি এগুলিতে ভোট হবে। গণনা ২৫ জানুয়ারি। চার পুরনিগম চালু হয়েছে আদর্শ আচরণবিধি। পাঁচ বছর আগে থেকে বিধাননগর পুরবোর্ড চলছে তৃণমূল কংগ্রেস প্রচলিত। বছরভর পুর পরিষেবা বজায় তো ছিলই। অতিরিক্তভাবে করোনার দুঃসময়ে নাগরিক পাশে ছিল পুরবোর্ড। সেই কাজের স্বীকৃতিস্বরূপ বিধাননগরের ঝুলিতে এসেছে ‘স্কচ আওয়ার্ড’।

যা কিনা পুর নির্বাচনে অতিরিক্ত অক্সিজেন যোগাচ্ছে তৃণমূলের। সর্বদা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার নিরিখে ৪১ টি ওয়ার্ড দখলে কেবল সময়ের অপেক্ষা। এমনটাই বলছেন তৃণমূল নেতৃত্বরা। বিধাননগর পুরো বোর্ডের অন্যতম সদস্য তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বলছেন, মানুষের পরিষেবায় বছরভর আমরা ছিলাম। তাই পুরো নির্বাচন নিয়ে আমরা পুরোদমে প্রস্তুত।

আরও পড়ুন: কলকাতা ও বিধাননগরে হুক্কা বার বন্ধ করা যাবে না, জানালো হাইকোর্ট

তিনি বলছেন– ‘ভোটে নামব। খেলব। জিতব। ৪১ ওয়ার্ডেই জয় হবে। কেবল সময়ের অপেক্ষা’।

আরও পড়ুন: বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডের পর অপসারিত বিধাননগরে সিপি সুপ্রতীম সরকার, নতুন সিপি হলেন গৌরব শর্মা