২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আবহে পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 48

পুবের কলম প্রতিবেদক;­ রোজই বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরাও বাদ যাচ্ছেন না। তাই এই অতিমারি আবহে চার পুরনিগমের নির্বাচন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোর্টের কাছে আর্জি– পিছিয়ে দেওয়া হোক শিলিগুড়ি– আসানসোল– চন্দননগর ও বিধাননগর পুরনিগমের ভোট। এমনই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে– ইতিমধ্যেই পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে মামলা আদালতে গৃহীত হয়েছে। আজ– ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

প্রসঙ্গত– আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটগ্রহণ হবে। করোনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কতকগুলি পদক্ষেপের কথা বলেছে। বলা হয়েছে– ভোট নেওয়া হবে– তবে প্রচার নিয়ে কড়াকড়ি থাকবে। গত সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্টÉসচিবের সঙ্গে বৈঠকের পর ভোট হবে বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে গত এক সপ্তাহ ধরে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। মঙ্গলবারই করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। শুধু তাই– বেড়েছে মৃতের সংখ্যাও। এমন সময় ভোট করানো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

মামলাকারী কলকাতা হাইকোর্টকে জানান– এমন করোনা আবহে ভোট নেওয়া হলে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও প্রকট হবে। যেহেতু জনসভায় ৫০০ জনের উপস্থিতির অনুমতি রয়েছে– তাই ভিড় জমাবেন অনেকেই। ফলে আক্রান্তের সংখ্যা বাড়লে ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থা। তাই বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন আবেদনকারী। ৬ জানুয়ারি শুনানির কথা রয়েছে।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আবহে পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক;­ রোজই বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরাও বাদ যাচ্ছেন না। তাই এই অতিমারি আবহে চার পুরনিগমের নির্বাচন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোর্টের কাছে আর্জি– পিছিয়ে দেওয়া হোক শিলিগুড়ি– আসানসোল– চন্দননগর ও বিধাননগর পুরনিগমের ভোট। এমনই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে– ইতিমধ্যেই পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে মামলা আদালতে গৃহীত হয়েছে। আজ– ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

প্রসঙ্গত– আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটগ্রহণ হবে। করোনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কতকগুলি পদক্ষেপের কথা বলেছে। বলা হয়েছে– ভোট নেওয়া হবে– তবে প্রচার নিয়ে কড়াকড়ি থাকবে। গত সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্টÉসচিবের সঙ্গে বৈঠকের পর ভোট হবে বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে গত এক সপ্তাহ ধরে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। মঙ্গলবারই করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। শুধু তাই– বেড়েছে মৃতের সংখ্যাও। এমন সময় ভোট করানো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

মামলাকারী কলকাতা হাইকোর্টকে জানান– এমন করোনা আবহে ভোট নেওয়া হলে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও প্রকট হবে। যেহেতু জনসভায় ৫০০ জনের উপস্থিতির অনুমতি রয়েছে– তাই ভিড় জমাবেন অনেকেই। ফলে আক্রান্তের সংখ্যা বাড়লে ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থা। তাই বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন আবেদনকারী। ৬ জানুয়ারি শুনানির কথা রয়েছে।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো