০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ওরা হিজাব পরলে আমরাও গেরুয়া উত্তরীয় পরব’, দাবি

চিকমাগালুরুঃ স্বাধীনতার পর থেকে গত ৭৪ বছরে যা হয়নি তাই–ই হচ্ছে কর্নাটকে।কর্নাটকের কোপ্পা জেলার একটি কলেজের একদল ছাত্রছাত্রী হঠাৎ বোরকাকে ব্যঙ্গ করতে গেরুয়া উত্তরীয় মাথায় জড়িয়ে কলেজে আসতে শুরু করেছে।ওদের আবদার, মুসলিম মেয়েদের হিজাব পরে কলেজে আসার অনুমতি দেওয়া হলে ওদেরও গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসার অনুমতি দিতে হবে।বালাগাড়ি গ্রামে সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে। এই কলেজেই আগে একদল ছাত্রছাত্রী দাবি করেছিল, কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে আসা যাবে না।তাতে সঙ্গত কারণেই কলেজ কর্ত্তৃপক্ষ সাড়া দেননি। তাই এখন নতুন বাহানা ধরেছে ওরা।

বছর তিনেক অআগে ওই কলেজেই কিছু ছাত্র হিজাবের বিরোধিতা করায় কলেজের অধ্যক্ষ অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার যা ইচ্ছে পরে আসবে।হিজাব নিষিদ্ধ করা যাবে না। কলেজের অধ্যক্ষ অনন্তমূর্তি বলেছেন, ৩ বছর আগে ওই সিদ্ধান্ত নেওয়ার পর কেউ কিন্তু হিজাবের পাল্টা কিছু পরে আসত না। এখন হঠাৎ নতুন হুজুগ শুরু হয়েছে। যে যা ইচ্ছে পরে আসুক, আমাদের আপত্তি নেই। কর্নাটকেরই উদ্দিপিতে একটি কলেজে দিনকয়েক আগে এমন হিজাব–বিরোধী আওয়াজ তোলা হয়।সবই করছে, সংঘ পরিবার ঘনিষ্ঠ কিছু সংগঠন। ওদের টার্গেট মুসলিম মেয়েরা। বিজেপি–শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা ঘটছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর-এর শুনানির নোটিস পেয়ে ছিলেন আতঙ্কে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ওরা হিজাব পরলে আমরাও গেরুয়া উত্তরীয় পরব’, দাবি

আপডেট : ৬ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

চিকমাগালুরুঃ স্বাধীনতার পর থেকে গত ৭৪ বছরে যা হয়নি তাই–ই হচ্ছে কর্নাটকে।কর্নাটকের কোপ্পা জেলার একটি কলেজের একদল ছাত্রছাত্রী হঠাৎ বোরকাকে ব্যঙ্গ করতে গেরুয়া উত্তরীয় মাথায় জড়িয়ে কলেজে আসতে শুরু করেছে।ওদের আবদার, মুসলিম মেয়েদের হিজাব পরে কলেজে আসার অনুমতি দেওয়া হলে ওদেরও গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসার অনুমতি দিতে হবে।বালাগাড়ি গ্রামে সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে। এই কলেজেই আগে একদল ছাত্রছাত্রী দাবি করেছিল, কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে আসা যাবে না।তাতে সঙ্গত কারণেই কলেজ কর্ত্তৃপক্ষ সাড়া দেননি। তাই এখন নতুন বাহানা ধরেছে ওরা।

বছর তিনেক অআগে ওই কলেজেই কিছু ছাত্র হিজাবের বিরোধিতা করায় কলেজের অধ্যক্ষ অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার যা ইচ্ছে পরে আসবে।হিজাব নিষিদ্ধ করা যাবে না। কলেজের অধ্যক্ষ অনন্তমূর্তি বলেছেন, ৩ বছর আগে ওই সিদ্ধান্ত নেওয়ার পর কেউ কিন্তু হিজাবের পাল্টা কিছু পরে আসত না। এখন হঠাৎ নতুন হুজুগ শুরু হয়েছে। যে যা ইচ্ছে পরে আসুক, আমাদের আপত্তি নেই। কর্নাটকেরই উদ্দিপিতে একটি কলেজে দিনকয়েক আগে এমন হিজাব–বিরোধী আওয়াজ তোলা হয়।সবই করছে, সংঘ পরিবার ঘনিষ্ঠ কিছু সংগঠন। ওদের টার্গেট মুসলিম মেয়েরা। বিজেপি–শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা ঘটছে।