০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়রে ওমিক্রন আতঙ্ক, ওমরাহ নীতির পরিবর্তন আনল সৌদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 108

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ফের ওমরাহ নীতিতে পরিবর্তন আনল সউদি আরব। দেশটির হজ ও ওমরাহমন্ত্রক প্রতি ১০ দিনে একটি করে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। একের পর এক ওমরাহ করার সুবিধা বাতিল করে নতুন এ বিধান জারি করা হল।

দেশটির হজ ও ওমরাহমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ওমরাহর মধ্যে এখন থেকে ১০ দিনের বিরতি বাধ্যতামূলক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হয়েছে। নতুন এই নীতির ফলে যে কেউ যখন তখন ওমরাহ পালনের অনুমতি পাবে না।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

বিবৃতিতে আরও বলা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে করোনা ছড়িয়ে পড়া রোধ করার ব্যবস্থার অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সউদি আরবও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়ে চলেছে। এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে দুটি পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব পুনরায় আরোপ করার ঘোষণা করে সউদি সরকার।  স্বাভাবিকভাবে হজ ও ওমরাহ পালনেও আসে নতুন নিষেধাজ্ঞা। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি সিদ্ধান্ত নিয়েছে, মুসল্লিদের আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

উল্লেখ্য, সউদিতে করোনায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা ৮ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়রে ওমিক্রন আতঙ্ক, ওমরাহ নীতির পরিবর্তন আনল সৌদি

আপডেট : ৬ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ফের ওমরাহ নীতিতে পরিবর্তন আনল সউদি আরব। দেশটির হজ ও ওমরাহমন্ত্রক প্রতি ১০ দিনে একটি করে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। একের পর এক ওমরাহ করার সুবিধা বাতিল করে নতুন এ বিধান জারি করা হল।

দেশটির হজ ও ওমরাহমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ওমরাহর মধ্যে এখন থেকে ১০ দিনের বিরতি বাধ্যতামূলক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হয়েছে। নতুন এই নীতির ফলে যে কেউ যখন তখন ওমরাহ পালনের অনুমতি পাবে না।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

বিবৃতিতে আরও বলা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে করোনা ছড়িয়ে পড়া রোধ করার ব্যবস্থার অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সউদি আরবও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়ে চলেছে। এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে দুটি পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব পুনরায় আরোপ করার ঘোষণা করে সউদি সরকার।  স্বাভাবিকভাবে হজ ও ওমরাহ পালনেও আসে নতুন নিষেধাজ্ঞা। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি সিদ্ধান্ত নিয়েছে, মুসল্লিদের আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

উল্লেখ্য, সউদিতে করোনায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা ৮ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি