০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভগবান পরশুরামের সঙ্গে গডসের তুলনা বেনারসের অধ্যাপকের!

বারাণসী: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আইএমএস)-এর একজন অধ্যাপকের বিরুদ্ধে ভগবান পরশুরামকে ‘খুনি’ বলার এবং তাকে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তুলনা করার অভিযোগে মামলা করা হয়েছে। কার্ডিওলজির অধ্যাপক ওম শঙ্কর রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ব্রাহ্মণ সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য লখনউতে ভগবান পরশুরামের মন্দিরে প্রার্থনা করা নিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সমালোচনা করেছিলেন। বারাণসীর লঙ্কা থানায় দায়ের করা এফআইআর অনুসারে অধ্যাপক একাধিক ফেসবুক পোস্টে ভগবান পরশুরামকে ‘পৌরাণিক হাতিয়ারা’ (পৌরাণিক খুনি) বলে উল্লেখ করেছেন এবং তাকে ‘আধুনিক হাতিয়ারা’ (আধুনিক খুনি) গডসের সঙ্গে তুলনা করেছেন। দু’জনের মধ্যে কোনও পার্থক্য নেই বলে তিনি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, যারা পরশুরামের পক্ষে ওকালতি করেন তারা গডসের পক্ষেও ওকালতি করেন৷ ব্রাহ্মণ ভোট পেতেই পরশুরামের মূর্তি তৈরি করেছে সপা, অভিযোগ করেছেন ওই অধ্যাপক।

বারাণসী-ভিত্তিক আইনজীবী সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫-এ (ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে) এবং ১৫৩-এ (গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারার অধীনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিজেপির ব্রাহ্মণ নেতারা লখনউতে একটি পরশুরাম মন্দিরের উদ্বোধন করেছেন। বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশী এবং তার ছেলে মায়াঙ্ক জোশী, ইউপি উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এবং ইউপি মন্ত্রী ব্রিজেশ পাঠকের সঙ্গে ভগবান পরশুরামের মূর্তি উন্মোচন করেছেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব রাজ্যের রাজধানীতে ব্রাহ্মণ ভগবানের একটি মূর্তি উন্মোচনের কয়েকদিন পরেই এই ঘটনা ঘটে। ছয় ফুটের মূর্তিটি আনা হয়েছে রাজস্থান থেকে। রাজ্য সরকারের প্রতি অসন্তুষ্ট৷ তাই ব্রাহ্মণ সম্প্রদায়কে শান্ত করার জন্য বিজেপির আরেকটি প্রচেষ্টা হিসাবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভগবান পরশুরামের সঙ্গে গডসের তুলনা বেনারসের অধ্যাপকের!

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

বারাণসী: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আইএমএস)-এর একজন অধ্যাপকের বিরুদ্ধে ভগবান পরশুরামকে ‘খুনি’ বলার এবং তাকে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তুলনা করার অভিযোগে মামলা করা হয়েছে। কার্ডিওলজির অধ্যাপক ওম শঙ্কর রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ব্রাহ্মণ সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য লখনউতে ভগবান পরশুরামের মন্দিরে প্রার্থনা করা নিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সমালোচনা করেছিলেন। বারাণসীর লঙ্কা থানায় দায়ের করা এফআইআর অনুসারে অধ্যাপক একাধিক ফেসবুক পোস্টে ভগবান পরশুরামকে ‘পৌরাণিক হাতিয়ারা’ (পৌরাণিক খুনি) বলে উল্লেখ করেছেন এবং তাকে ‘আধুনিক হাতিয়ারা’ (আধুনিক খুনি) গডসের সঙ্গে তুলনা করেছেন। দু’জনের মধ্যে কোনও পার্থক্য নেই বলে তিনি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, যারা পরশুরামের পক্ষে ওকালতি করেন তারা গডসের পক্ষেও ওকালতি করেন৷ ব্রাহ্মণ ভোট পেতেই পরশুরামের মূর্তি তৈরি করেছে সপা, অভিযোগ করেছেন ওই অধ্যাপক।

বারাণসী-ভিত্তিক আইনজীবী সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫-এ (ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে) এবং ১৫৩-এ (গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারার অধীনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিজেপির ব্রাহ্মণ নেতারা লখনউতে একটি পরশুরাম মন্দিরের উদ্বোধন করেছেন। বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশী এবং তার ছেলে মায়াঙ্ক জোশী, ইউপি উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এবং ইউপি মন্ত্রী ব্রিজেশ পাঠকের সঙ্গে ভগবান পরশুরামের মূর্তি উন্মোচন করেছেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব রাজ্যের রাজধানীতে ব্রাহ্মণ ভগবানের একটি মূর্তি উন্মোচনের কয়েকদিন পরেই এই ঘটনা ঘটে। ছয় ফুটের মূর্তিটি আনা হয়েছে রাজস্থান থেকে। রাজ্য সরকারের প্রতি অসন্তুষ্ট৷ তাই ব্রাহ্মণ সম্প্রদায়কে শান্ত করার জন্য বিজেপির আরেকটি প্রচেষ্টা হিসাবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।