চেন্নাই: স্বয়ং দেবতাকে আদালতে হাজিরা দেওয়ার শমন জারি! এতেই চটে লাল মাদ্রাজ হাইকোর্ট৷ ফলস্বরূপ ব্যাপক তিরস্কার একটি নিম্ন আদালতকে৷ তিরুপুর জেলার একটি মন্দিরের কর্তৃপক্ষকে ‘মূলভার’ (প্রধান দেবতা) মূর্তি হাজির করার নির্দেশ দেওয়ার জন্য ওই নিম্ন আদালতকে তিরস্কার করেছে হাইকোর্ট৷ বিচারপতি আর সুরেশ কুমার বলেছেন, নিম্ন আদালতের বিচারক মূর্তিটির সত্যতা যাচাই করার জন্য একজন অ্যাডভোকেট-কমিশনারকে নিযুক্ত করতে পারতেন এবং তার প্রতিবেদন রেকর্ড করতে পারতেন। বিচারক একটি রিট পিটিশনে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করছিলেন, মূর্তিটি মন্দির থেকে তুলে কুম্বাকোনম আদালতে হাজির করার জন্য৷
সম্প্রতি প্রাচীন মন্দিরের মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল৷ পরবর্তীতে পুলিশ এটি পুনরুদ্ধার করে এবং এরপর তা মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুনরায় মন্দিরে স্থাপন করা হয়। কুম্ভাভিষেকম অনুষ্ঠানও পরে করা হয়। এরপর গ্রামবাসীসহ বিপুল সংখ্যক ভক্ত মূর্তিটির পুজো করছিলেন৷ এমন সময় বিচার বিভাগীয় কর্মকর্তা, যিনি কুম্বাকোনমে প্রতিমা চুরির মামলা পরিচালনা করছেন, তিনি মূর্তিটি অর্থাৎ ‘মূলভার’কে পরিদর্শনের জন্য হাজির করার একটি নির্দেশ জারি করে। হাইকোর্টে এই মামলার আবেদনকারীসহ ভক্তরা এতে তীব্র আপত্তি জানান। বৃহস্পতিবার আদেশে বিচারপতি বলেন, মূর্তি অপসারণ করে সংশ্লিষ্ট আদালতে হাজির করার দরকার নেই৷ কারণ, ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি ভগবান। আদালত ঈশ্বরকে নিছক পরিদর্শন বা যাচাইয়ের উদ্দেশ্যে হাজির করার জন্য ডেকে পাঠাতে পারে না৷



















