০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কারণ জানতেই এসেছি, ময়নাগুড়িতে পা রেখে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 59

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কারণ জানতেই এসেছি, ভোরবেলা ময়নাগুড়িতে পা রেখে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার রাত পৌনে একটা নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী হাওড়া স্টেশনে পৌঁছান। সেখান থেকে বিশেষ ট্রেনে রওনা দেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে।

আরও পড়ুন: ‘রেল আমার সন্তানের মতো, পরামর্শ দিতেই পারি’, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সামনেই ট্রেন দুর্ঘটনার গাফিলতির প্রশ্ন তুলে সরব মমতা

ট্রলিতে চেপে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। তদন্তও শুরু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন। আমি এখানে এসেছি এই দুর্ঘটনার মূল কারণ জানার জন্য।’’

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় কোপ! এবার থেকে আর মিলবে না ছাড়, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও বলেন আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ রয়েছে। উনি খোঁজখবর নিচ্ছেন।’’

আরও পড়ুন: ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় গুরুতর আহত সফিকুল আলিকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল মসজিদের লাউডস্পিকার

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আপ বিকানের- গৌহাটি এক্সপ্রেসের ১২ টি বগি লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কয়েক জনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন ৮ টি দেহর ময়নাতদন্ত হবে, মৃত্যুর সঠিক কারণ জানতে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্ঘটনার কারণ জানতেই এসেছি, ময়নাগুড়িতে পা রেখে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কারণ জানতেই এসেছি, ভোরবেলা ময়নাগুড়িতে পা রেখে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার রাত পৌনে একটা নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী হাওড়া স্টেশনে পৌঁছান। সেখান থেকে বিশেষ ট্রেনে রওনা দেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে।

আরও পড়ুন: ‘রেল আমার সন্তানের মতো, পরামর্শ দিতেই পারি’, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সামনেই ট্রেন দুর্ঘটনার গাফিলতির প্রশ্ন তুলে সরব মমতা

ট্রলিতে চেপে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। তদন্তও শুরু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন। আমি এখানে এসেছি এই দুর্ঘটনার মূল কারণ জানার জন্য।’’

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় কোপ! এবার থেকে আর মিলবে না ছাড়, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও বলেন আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ রয়েছে। উনি খোঁজখবর নিচ্ছেন।’’

আরও পড়ুন: ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় গুরুতর আহত সফিকুল আলিকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল মসজিদের লাউডস্পিকার

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আপ বিকানের- গৌহাটি এক্সপ্রেসের ১২ টি বগি লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কয়েক জনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন ৮ টি দেহর ময়নাতদন্ত হবে, মৃত্যুর সঠিক কারণ জানতে।