২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আবহে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্কঃ  করোনা আবহে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্দিষ্ট সময় মেনেই শুরু হতে চলেছে বাজেট পেশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  দুই দফার বাজেট পেশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

এদিকে করোনা আবহে বাজেট পেশ নিয়ে বেশ বিড়ম্বনাও রয়েছে। কারণ ইতিমধ্যেই সংসদে হানা দিয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের কক্ষগুলির স্বাস্থ্য-সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। এছাড়াও অন্যান্য বিষয়গুলির প্রস্তুতির দিকও খতিয়ে দেখেন তিনি। যে সব সাংসদদের বয়স ৬০-এর কোঠায় তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে ভারত: বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি

ওম বিড়লা জানিয়েছেন, ‘আমরা সংসদ চত্বরে করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা রেখেছি। এটা সত্যিই যে সংসদের বিপুল সংখ্যক কর্মীই করোনা আক্রান্ত হয়েছেন। তবে সকলেই ভালো আছেন চিকিৎসকরা তাঁদের খেয়াল রাখছেন’।

আরও পড়ুন: বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও ধুন্ধুমার, ব্যাঘাত রাজ্যপালের ভাষণে, সাসপেন্ড ২ বিজেপি বিধায়ক

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুও করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আবহে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন

আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  করোনা আবহে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্দিষ্ট সময় মেনেই শুরু হতে চলেছে বাজেট পেশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  দুই দফার বাজেট পেশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

এদিকে করোনা আবহে বাজেট পেশ নিয়ে বেশ বিড়ম্বনাও রয়েছে। কারণ ইতিমধ্যেই সংসদে হানা দিয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের কক্ষগুলির স্বাস্থ্য-সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। এছাড়াও অন্যান্য বিষয়গুলির প্রস্তুতির দিকও খতিয়ে দেখেন তিনি। যে সব সাংসদদের বয়স ৬০-এর কোঠায় তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে ভারত: বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি

ওম বিড়লা জানিয়েছেন, ‘আমরা সংসদ চত্বরে করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা রেখেছি। এটা সত্যিই যে সংসদের বিপুল সংখ্যক কর্মীই করোনা আক্রান্ত হয়েছেন। তবে সকলেই ভালো আছেন চিকিৎসকরা তাঁদের খেয়াল রাখছেন’।

আরও পড়ুন: বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও ধুন্ধুমার, ব্যাঘাত রাজ্যপালের ভাষণে, সাসপেন্ড ২ বিজেপি বিধায়ক

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুও করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন