০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধাননগর এলাকায় বাড়ছে সংক্রমণ, তৈরি ২০ শয্যার সেফ হোম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 77

পুবের কলম প্রতিবেদকঃ গোটা রাজ্যের সঙ্গে করোনা সংক্রমণে কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে বিধাননগরও। এই এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের নিরিখে প্রতিদিন রেকর্ড তৈরি হচ্ছে বিধাননগর পুরসভা এলাকায়।

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, এদিন বিধাননগরে ১৪০০ জনেরও বেশি মানুষের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে দেখা গিয়েছে– তাঁদের মধ্যে কিছু মানুষ বিধাননগর পুর এলাকার বাসিন্দা নন। প্রশাসন সূত্রে খবর,  শুধুমাত্র বিধাননগরবাসীকে হিসেবের মধ্যে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ১৩৪৭।

আরও পড়ুন: ফের বাড়বে তাপমাত্রা, ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ

পুর প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য একটি সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সংযোগ কমিউনিটি হলটিকে আপাতত সেফ হোম করে দেওয়া হয়েছে। সেখানে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। বিধাননগরের কোভিড পজিটিভ কোনও বাসিন্দা প্রয়োজন মনে করলে সেখানে গিয়ে আইসোলেশনে থাকতে পারেন। সেখানে ২৪ ঘণ্টা ডাক্তারের নজরদারিতে রাখা হবে রোগীদের। বিধাননগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুসুম অধিকারী গোটা বিষয়টি তদারকি করছেন। তবে পুরসভার কমিশনার দেবাশিস ঘোষ জানিয়েছেন, এখনও কোনও রোগী সেখানে থাকার জন্য আর্জি জানাননি। তবে আমরা প্রস্তুত রয়েছি।  বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, মাইক্রো কন্টেইনমেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। ডেপুটি কমিশনার (সদর) সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট এলাকায় মোট ২৮টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন রয়েছে। তবে এর মধ্যে বিধাননগর ছাড়াও দক্ষিণ দমদম পুরসভার ১০টি ওয়ার্ড– এনকেডিএ এবং রাজারহাট গ্রামীণ এলাকায় রয়েছে। তবে সংক্রমণ বাড়লেও শুধুমাত্র বিধাননগর পুরসভা এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে। পুর এলাকায় এই মুহূর্তে ১৪টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে ব্রিটিশ নার্সদের ধর্মঘট

পাশাপাশি দক্ষিণ দমদম এলাকায় সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি পুরসভার।

আরও পড়ুন: জার্মানির বুকে গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধি পাচ্ছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধাননগর এলাকায় বাড়ছে সংক্রমণ, তৈরি ২০ শয্যার সেফ হোম

আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ গোটা রাজ্যের সঙ্গে করোনা সংক্রমণে কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে বিধাননগরও। এই এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের নিরিখে প্রতিদিন রেকর্ড তৈরি হচ্ছে বিধাননগর পুরসভা এলাকায়।

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, এদিন বিধাননগরে ১৪০০ জনেরও বেশি মানুষের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে দেখা গিয়েছে– তাঁদের মধ্যে কিছু মানুষ বিধাননগর পুর এলাকার বাসিন্দা নন। প্রশাসন সূত্রে খবর,  শুধুমাত্র বিধাননগরবাসীকে হিসেবের মধ্যে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ১৩৪৭।

আরও পড়ুন: ফের বাড়বে তাপমাত্রা, ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ

পুর প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য একটি সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সংযোগ কমিউনিটি হলটিকে আপাতত সেফ হোম করে দেওয়া হয়েছে। সেখানে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। বিধাননগরের কোভিড পজিটিভ কোনও বাসিন্দা প্রয়োজন মনে করলে সেখানে গিয়ে আইসোলেশনে থাকতে পারেন। সেখানে ২৪ ঘণ্টা ডাক্তারের নজরদারিতে রাখা হবে রোগীদের। বিধাননগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুসুম অধিকারী গোটা বিষয়টি তদারকি করছেন। তবে পুরসভার কমিশনার দেবাশিস ঘোষ জানিয়েছেন, এখনও কোনও রোগী সেখানে থাকার জন্য আর্জি জানাননি। তবে আমরা প্রস্তুত রয়েছি।  বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, মাইক্রো কন্টেইনমেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। ডেপুটি কমিশনার (সদর) সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট এলাকায় মোট ২৮টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন রয়েছে। তবে এর মধ্যে বিধাননগর ছাড়াও দক্ষিণ দমদম পুরসভার ১০টি ওয়ার্ড– এনকেডিএ এবং রাজারহাট গ্রামীণ এলাকায় রয়েছে। তবে সংক্রমণ বাড়লেও শুধুমাত্র বিধাননগর পুরসভা এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে। পুর এলাকায় এই মুহূর্তে ১৪টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে ব্রিটিশ নার্সদের ধর্মঘট

পাশাপাশি দক্ষিণ দমদম এলাকায় সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি পুরসভার।

আরও পড়ুন: জার্মানির বুকে গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধি পাচ্ছে