০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্য পশুর হানায়  নষ্ট বিঘের পর বিঘে আলুর ক্ষেত, মাথায় হাত চাষিদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 34

কৌশিক সালুই,  বীরভূমঃ বন্য পশুর আক্রমণে বিঘের পর বিঘে আলুর ক্ষেত নষ্ট। মাথায় হাত চাষিদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে। আতঙ্কিত চাষিরা অবশিষ্ট আলু জমি বাঁচাতে রাত পাহারা দিতে শুরু করেছে। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গজাল পুর গ্রামের প্রায় ৩০ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দিয়েছে বন্য পশুর। চাষিদের অনুমান রাতের অন্ধকারে বন্য শুকরের দল এই কাণ্ড ঘটাচ্ছে। চাষিদের দাবি, এলাকার প্রায় দেড়শো বিঘে জমিতে এবছর আলু চাষ হয়েছে।

বন্য পশুর হানায়  নষ্ট বিঘের পর বিঘে আলুর ক্ষেত, মাথায় হাত চাষিদের

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

বিগত পনেরো দিন ধরে তারা দেখছেন আলুর গাছ এবং ধরে যাওয়া ছোট ছোট আলু নষ্ট করে দিচ্ছে কোনও অজানা পশু। সংশ্লিষ্ট এলাকায় চন্দ্রভাগা নদী। সেখানে ছোট বড় বন ঝোপ-জঙ্গল আছে। সেখানেই থাকে বুনো-শুকরের দল। তারাই রাতের অন্ধকারে চাষিদের সর্বনাশ করছে বলে প্রাথমিকভাবে অনুমান। সেই বন্য পশুদের হাত থেকে আলু চাষের জমিকে রক্ষা করতে।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

ক্ষতিগ্রস্ত বেশিরভাগ আলুচাষিদের ফসল বীমা নেই। তাই কার্যত মাথায় হাত তাদের। সাহায্যের জন্য প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বসে আছেন তারা।

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

সিউড়ি রেঞ্জার জয় নারায়ণ মণ্ডল জানান, ‘বিষয়টি শুনেছি কোনও বন্যপ্রাণী বা কীভাবে ক্ষতি হয়েছে সে বিষয়টা খতিয়ে দেখছি আমরা’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্য পশুর হানায়  নষ্ট বিঘের পর বিঘে আলুর ক্ষেত, মাথায় হাত চাষিদের

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

কৌশিক সালুই,  বীরভূমঃ বন্য পশুর আক্রমণে বিঘের পর বিঘে আলুর ক্ষেত নষ্ট। মাথায় হাত চাষিদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে। আতঙ্কিত চাষিরা অবশিষ্ট আলু জমি বাঁচাতে রাত পাহারা দিতে শুরু করেছে। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গজাল পুর গ্রামের প্রায় ৩০ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দিয়েছে বন্য পশুর। চাষিদের অনুমান রাতের অন্ধকারে বন্য শুকরের দল এই কাণ্ড ঘটাচ্ছে। চাষিদের দাবি, এলাকার প্রায় দেড়শো বিঘে জমিতে এবছর আলু চাষ হয়েছে।

বন্য পশুর হানায়  নষ্ট বিঘের পর বিঘে আলুর ক্ষেত, মাথায় হাত চাষিদের

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

বিগত পনেরো দিন ধরে তারা দেখছেন আলুর গাছ এবং ধরে যাওয়া ছোট ছোট আলু নষ্ট করে দিচ্ছে কোনও অজানা পশু। সংশ্লিষ্ট এলাকায় চন্দ্রভাগা নদী। সেখানে ছোট বড় বন ঝোপ-জঙ্গল আছে। সেখানেই থাকে বুনো-শুকরের দল। তারাই রাতের অন্ধকারে চাষিদের সর্বনাশ করছে বলে প্রাথমিকভাবে অনুমান। সেই বন্য পশুদের হাত থেকে আলু চাষের জমিকে রক্ষা করতে।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

ক্ষতিগ্রস্ত বেশিরভাগ আলুচাষিদের ফসল বীমা নেই। তাই কার্যত মাথায় হাত তাদের। সাহায্যের জন্য প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বসে আছেন তারা।

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

সিউড়ি রেঞ্জার জয় নারায়ণ মণ্ডল জানান, ‘বিষয়টি শুনেছি কোনও বন্যপ্রাণী বা কীভাবে ক্ষতি হয়েছে সে বিষয়টা খতিয়ে দেখছি আমরা’।