২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উগ্র হিন্দুত্বের জিগির তুলে টিপু সুলতানের নামে উদ্যানের বিরোধিতা বিজেপির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম ওয়েবডেস্কঃ টিপু সুলতানকে নিয়ে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। উগ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে বিজেপির হুঁশিয়ারি টিপু সুলতান (Tipu Sultan)হিন্দুদের ওপর যথেষ্ট অত্যাচার করেছিলেন তাই তাঁর নামে কোন সৌধ, কোন পার্ক কোন কিছুর নামকরণ করা যাবেনা।

টিপু সুলতান ইস্যুতেই ইতিমধ্যেই বিজেপির(Bjp)  সঙ্গে শিবসেনার( Shiv Sena) বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut) পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন কর্ণাটকে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টিপু সুলতানের প্রশংসা করেছিলেন তবে কি বিজেপি এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে সুর চড়াবে। বিজেপি আসলে চাইছে ইতিহাস বদলে দিতে।

আরও পড়ুন: গডসে আজ ভারতের ‘সুপুত্র’  ‘দেশপ্রেমিক’, আওরঙ্গজেব ও টিপু সুলতান  ‘হানাদার’!

বুধবার মুম্বইয়ের (Mumbai) মালভানি এলাকার ওই উদ্যানের নামকরণ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে  পদ্ম শিবির। কংগ্রেস নেতা তথা মন্ত্রী আসলাম শেখের উপস্থিতিতেই ভারতীয় জনতা যুব মোর্চা, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মী- সমর্থকরা টিপু সুল তান উদ্যানের নাম বদলের দাবিতে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন: মহারাষ্ট্রে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল টিপু সুলতান স্মারক

ক্ষিপ্ত রাউত সংবাদমাধ্যমের সামনে বলেন “বিজেপি ইতিহাস লেখার চেষ্টা না করলেই ভাল হয়। যদিও ওরা দিল্লিতে সেই চেষ্টাই করেছে, কিন্তু সফল হয়নি। রাউত আরও বলেন টিপু সুলতান কে তা আমরা জানি, তাই এই বিষয়ে বিজেপি যত কম  বোঝানোর  চেষ্টা করে ততই ভালো।

আরও পড়ুন: মানবিকতার কাছে মুছে গেল ধর্মীয় ভেদাভেদ, একজন টিপু সুলতান ও এক হিন্দু তরুণী

তবে মুখ বন্ধ করে থাকেনি বিজেপিও। বুধবার  বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) বলেছিলেন, ইতিহাস বলছে টিপু সুলতান তাঁর রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার জন্য পরিচিত। এই ধরনের ব্যক্তিদের সম্মান বিজেপি কখনই মেনে নেবে না। টিপু সুলতানের নামে উদ্যানের নামকরণের (Tipu Sultan Garden) সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ( ছবি প্রতীকী)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উগ্র হিন্দুত্বের জিগির তুলে টিপু সুলতানের নামে উদ্যানের বিরোধিতা বিজেপির

আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টিপু সুলতানকে নিয়ে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। উগ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে বিজেপির হুঁশিয়ারি টিপু সুলতান (Tipu Sultan)হিন্দুদের ওপর যথেষ্ট অত্যাচার করেছিলেন তাই তাঁর নামে কোন সৌধ, কোন পার্ক কোন কিছুর নামকরণ করা যাবেনা।

টিপু সুলতান ইস্যুতেই ইতিমধ্যেই বিজেপির(Bjp)  সঙ্গে শিবসেনার( Shiv Sena) বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut) পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন কর্ণাটকে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টিপু সুলতানের প্রশংসা করেছিলেন তবে কি বিজেপি এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে সুর চড়াবে। বিজেপি আসলে চাইছে ইতিহাস বদলে দিতে।

আরও পড়ুন: গডসে আজ ভারতের ‘সুপুত্র’  ‘দেশপ্রেমিক’, আওরঙ্গজেব ও টিপু সুলতান  ‘হানাদার’!

বুধবার মুম্বইয়ের (Mumbai) মালভানি এলাকার ওই উদ্যানের নামকরণ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে  পদ্ম শিবির। কংগ্রেস নেতা তথা মন্ত্রী আসলাম শেখের উপস্থিতিতেই ভারতীয় জনতা যুব মোর্চা, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মী- সমর্থকরা টিপু সুল তান উদ্যানের নাম বদলের দাবিতে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন: মহারাষ্ট্রে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল টিপু সুলতান স্মারক

ক্ষিপ্ত রাউত সংবাদমাধ্যমের সামনে বলেন “বিজেপি ইতিহাস লেখার চেষ্টা না করলেই ভাল হয়। যদিও ওরা দিল্লিতে সেই চেষ্টাই করেছে, কিন্তু সফল হয়নি। রাউত আরও বলেন টিপু সুলতান কে তা আমরা জানি, তাই এই বিষয়ে বিজেপি যত কম  বোঝানোর  চেষ্টা করে ততই ভালো।

আরও পড়ুন: মানবিকতার কাছে মুছে গেল ধর্মীয় ভেদাভেদ, একজন টিপু সুলতান ও এক হিন্দু তরুণী

তবে মুখ বন্ধ করে থাকেনি বিজেপিও। বুধবার  বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) বলেছিলেন, ইতিহাস বলছে টিপু সুলতান তাঁর রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার জন্য পরিচিত। এই ধরনের ব্যক্তিদের সম্মান বিজেপি কখনই মেনে নেবে না। টিপু সুলতানের নামে উদ্যানের নামকরণের (Tipu Sultan Garden) সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ( ছবি প্রতীকী)