১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যোগী ফিরলে রাজ্য ছাড়ব! বাসায় বিপদ দেখে পাখিও পালায় : শায়ের মুনাওয়ার রানা

কবি মুনাওয়ার রানা বিজেপি-বিরোধী বলে পরিচিত। তিনি বহুবার গেরুয়া শিবিরের ট্রোলিংয়ের শিকারও হন। সামনে ইউপি ভোট।আতঙ্কে রয়েছেন বহু মুসলিম।যোগী তখতে ফিরলে তাদের কি হবে ? মুখ ফুটে সে কথা বলেননি তাঁরা কেউ। কিন্তু শায়ের মুনাওয়ার স্পষ্ট কথার মানুষ।

তিনি স্পষ্ট বলেন, বিজেপি জিতলে এবং যোগী আদিত্যনাথ লখনউয়ের তখতে ফেরত এলে তিনি উত্তরপ্রদেশের বাস উঠিয়ে অন্যত্র চলে যাবেন। মুনব্বর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পূর্বপুরুষ পাকিস্তান না গিয়ে স্বেচ্ছায় এখানেই থেকে গিয়েছিলেন। এটাই আমার দেশ। কিন্তু বাসায় আগুন লাগলে পাখিও পালায়। আমারও একই দশা।’ উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে মুনব্বরের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

ইউপি ছেড়ে কোথায় যাবেন ? এর জবাবে খ্যাতনামা কবি মুনাওয়ার রানা বলেন, ‘দিল্লি কিংবা কলকাতা, যেখানে হোক চলে যাব।’ যোগী সরকারের দিকে তুমুল আক্রমণ শানিয়ে মুনাওয়ার রানা বলেন , গত সাড়ে চার বছরে যোগী সরকারের নিশানায় ছিলেন কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

ইউপিতে ভোট এলেই বিজেপির ইস্যুও বদলে জিন্না-পাকিস্তান হয়ে যায়। অথচ বাকি দলগুলিকে তা করতে হয় না। তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচির কথায় বলে থাকে। বিজেপি কেবল এই ইস্যুতে বাজার গরম করতে চেষ্টা করে।তারাই কেবল পাকিস্তান ও জিন্নাহ প্রসঙ্গ তুলে ফায়দা নেয়।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

তিনি আরও বলেন, যদি কাইরানা থেকে ১০ জন হিন্দুর দেশত্যাগের কথা বলা হয় তাহলে বলতে হবে কেন হাজার হাজার মুসলমান দেশান্তরিত হচ্ছে। তা খতিয়ে দেখতে হবে । মুসলমানরা এখন তাদের বাড়িতে ছুরি পর্যন্ত রাখে না।তা জানেই এই ছুতোয় যোগী তাদের তালাবদ্ধ করতে পারেন।

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী ফিরলে রাজ্য ছাড়ব! বাসায় বিপদ দেখে পাখিও পালায় : শায়ের মুনাওয়ার রানা

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার

কবি মুনাওয়ার রানা বিজেপি-বিরোধী বলে পরিচিত। তিনি বহুবার গেরুয়া শিবিরের ট্রোলিংয়ের শিকারও হন। সামনে ইউপি ভোট।আতঙ্কে রয়েছেন বহু মুসলিম।যোগী তখতে ফিরলে তাদের কি হবে ? মুখ ফুটে সে কথা বলেননি তাঁরা কেউ। কিন্তু শায়ের মুনাওয়ার স্পষ্ট কথার মানুষ।

তিনি স্পষ্ট বলেন, বিজেপি জিতলে এবং যোগী আদিত্যনাথ লখনউয়ের তখতে ফেরত এলে তিনি উত্তরপ্রদেশের বাস উঠিয়ে অন্যত্র চলে যাবেন। মুনব্বর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পূর্বপুরুষ পাকিস্তান না গিয়ে স্বেচ্ছায় এখানেই থেকে গিয়েছিলেন। এটাই আমার দেশ। কিন্তু বাসায় আগুন লাগলে পাখিও পালায়। আমারও একই দশা।’ উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে মুনব্বরের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

ইউপি ছেড়ে কোথায় যাবেন ? এর জবাবে খ্যাতনামা কবি মুনাওয়ার রানা বলেন, ‘দিল্লি কিংবা কলকাতা, যেখানে হোক চলে যাব।’ যোগী সরকারের দিকে তুমুল আক্রমণ শানিয়ে মুনাওয়ার রানা বলেন , গত সাড়ে চার বছরে যোগী সরকারের নিশানায় ছিলেন কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

ইউপিতে ভোট এলেই বিজেপির ইস্যুও বদলে জিন্না-পাকিস্তান হয়ে যায়। অথচ বাকি দলগুলিকে তা করতে হয় না। তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচির কথায় বলে থাকে। বিজেপি কেবল এই ইস্যুতে বাজার গরম করতে চেষ্টা করে।তারাই কেবল পাকিস্তান ও জিন্নাহ প্রসঙ্গ তুলে ফায়দা নেয়।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

তিনি আরও বলেন, যদি কাইরানা থেকে ১০ জন হিন্দুর দেশত্যাগের কথা বলা হয় তাহলে বলতে হবে কেন হাজার হাজার মুসলমান দেশান্তরিত হচ্ছে। তা খতিয়ে দেখতে হবে । মুসলমানরা এখন তাদের বাড়িতে ছুরি পর্যন্ত রাখে না।তা জানেই এই ছুতোয় যোগী তাদের তালাবদ্ধ করতে পারেন।