০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘নারীবিরোধী’ নির্দেশিকা! নিন্দার ঝড় উঠতেই গাইডলাইন প্রত্যাহার SBI-এর

মাসুদ আলি
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 70

পুবের কলম ওয়েবডেস্ক : দেশজুড়ে সমালোচনার ঝড়ের পর বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলা আনফিট বলে যে নির্দেশিকা জারি করেছিল এসবিআই তা অবশেষে প্রত্যাহার করে নিল তারা। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে নির্দেশিকা প্রত্যাহারের কথা জানিয়েছে এসবিআই।

টুইটটির সঙ্গে একটি বিবৃতি পোস্ট করেছে এসবিআই। যার সারমর্ম হল, সম্প্রতি ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার মানদণ্ড নিয়ে বলা হয়েছে। তার মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা চাকরিপ্রার্থীর বিষয়ে লেখা ছিল। নিয়োগের ক্ষেত্রে কী মাণদণ্ড হবে এ নিয়ে নির্দেশিকাতে বলা ছিল। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়ার পর এই নির্দেশিকা প্রত্যাহার করে নিচ্ছে এসবিআই।

আরও পড়ুন: সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছেন, এর ফলে (এই ধরনের ভাষা ব্যবহারে) আইনবলে যে সুবিধা অন্তঃসত্ত্বা মহিলারা পেয়ে থাকেন, তা ব্যাহত হবে।

আরও পড়ুন: ৫ বছরে বিক্রি ২২ হাজার নির্বাচনী বন্ড, সুপ্রিম ধমকে তথ্য প্রকাশ এসবিআইয়ের

যদি কোনও মহিলাকর্মী তিন মাসের অন্তঃসত্ত্বা হন, তবে তাঁকে ‘আনফিট’ দাগিয়ে দেওয়ার বিষয়টা সামগ্রিক ভাবেই মাতৃত্বকামী মহিলাদের ক্ষেত্রে অস্বস্তিকর বা অবমাননাকর হয়ে দাঁড়ায় বলে মন্তব্য মহিলা কমিশনের। তবে তাঁরা ‘কাজে যোগ দেওয়ার উপযুক্ত নন’ বললে বক্তব্যের বিষয়টি একটা ভারসাম্য পায়। ‘আনফিট’ দাগিয়ে দেওয়া মানে সংশ্লিষ্ট মহিলার আর নিজের ইচ্ছায় কাজে যোগ দেওয়ার স্বাধীনতা বজায় রইল না। তাঁর অধিকার খর্ব হল। এই ব্যাপারটিতেই মহিলা কমিশনের আপত্তি।

আরও পড়ুন: নির্বাচনী বন্ড : এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

১২ জানুয়ারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল– woman more than 3 months pregnant unfit! তবে পরে তারা তাদের বক্তব্য বদলায় এবং জানায়, ৩ মাসের অন্তঃসত্ত্বা মহিলারা ‘আনফিট’ নন, তাঁদের সাময়িক ভাবে কাজের জন্য বিবেচনা করা হবে না। এই পরিমার্জিত বিধির বয়ানে আরও বলা হয়েছে যে, ডেলিভারির পরে ৪ মাসের মধ্যেই সংশ্লিষ্ট মহিলা কাজে যোগ দিতে পারবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘নারীবিরোধী’ নির্দেশিকা! নিন্দার ঝড় উঠতেই গাইডলাইন প্রত্যাহার SBI-এর

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : দেশজুড়ে সমালোচনার ঝড়ের পর বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলা আনফিট বলে যে নির্দেশিকা জারি করেছিল এসবিআই তা অবশেষে প্রত্যাহার করে নিল তারা। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে নির্দেশিকা প্রত্যাহারের কথা জানিয়েছে এসবিআই।

টুইটটির সঙ্গে একটি বিবৃতি পোস্ট করেছে এসবিআই। যার সারমর্ম হল, সম্প্রতি ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার মানদণ্ড নিয়ে বলা হয়েছে। তার মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা চাকরিপ্রার্থীর বিষয়ে লেখা ছিল। নিয়োগের ক্ষেত্রে কী মাণদণ্ড হবে এ নিয়ে নির্দেশিকাতে বলা ছিল। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়ার পর এই নির্দেশিকা প্রত্যাহার করে নিচ্ছে এসবিআই।

আরও পড়ুন: সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছেন, এর ফলে (এই ধরনের ভাষা ব্যবহারে) আইনবলে যে সুবিধা অন্তঃসত্ত্বা মহিলারা পেয়ে থাকেন, তা ব্যাহত হবে।

আরও পড়ুন: ৫ বছরে বিক্রি ২২ হাজার নির্বাচনী বন্ড, সুপ্রিম ধমকে তথ্য প্রকাশ এসবিআইয়ের

যদি কোনও মহিলাকর্মী তিন মাসের অন্তঃসত্ত্বা হন, তবে তাঁকে ‘আনফিট’ দাগিয়ে দেওয়ার বিষয়টা সামগ্রিক ভাবেই মাতৃত্বকামী মহিলাদের ক্ষেত্রে অস্বস্তিকর বা অবমাননাকর হয়ে দাঁড়ায় বলে মন্তব্য মহিলা কমিশনের। তবে তাঁরা ‘কাজে যোগ দেওয়ার উপযুক্ত নন’ বললে বক্তব্যের বিষয়টি একটা ভারসাম্য পায়। ‘আনফিট’ দাগিয়ে দেওয়া মানে সংশ্লিষ্ট মহিলার আর নিজের ইচ্ছায় কাজে যোগ দেওয়ার স্বাধীনতা বজায় রইল না। তাঁর অধিকার খর্ব হল। এই ব্যাপারটিতেই মহিলা কমিশনের আপত্তি।

আরও পড়ুন: নির্বাচনী বন্ড : এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

১২ জানুয়ারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল– woman more than 3 months pregnant unfit! তবে পরে তারা তাদের বক্তব্য বদলায় এবং জানায়, ৩ মাসের অন্তঃসত্ত্বা মহিলারা ‘আনফিট’ নন, তাঁদের সাময়িক ভাবে কাজের জন্য বিবেচনা করা হবে না। এই পরিমার্জিত বিধির বয়ানে আরও বলা হয়েছে যে, ডেলিভারির পরে ৪ মাসের মধ্যেই সংশ্লিষ্ট মহিলা কাজে যোগ দিতে পারবেন।