১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালও হিজাব মামলার শুনানি, কর্নাটকে ৩ দিন বন্ধ স্কুল-কলেজ

মাসুদ আলি
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব (hijab)মামলার শুনানির মাঝেই কর্ণাটকের(karnataka) সরকার রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই টুইট করে জানিয়েছেন, তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কর্ণাটক হাইকোর্ট হিজাবের বিধিনিষেধ মঙ্গলবার ছিল শুনানি।
হাইকোর্ট জানিয়েছে আগামীকালও এই মামলার শুনানি চলবে। আদালত পড়ুয়াদের ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছে। বিচারপতি কৃষ্ণ শ্রীপাদ দীক্ষিত বলেন, এই আদালত জনসাধারণের সৎ বুদ্ধির ওপর পূর্ণ আস্থাশীল।

আদালতের কার্যক্রম শেষ হওয়ার ঠিক আগে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী টুইট করেন। তিনি লেখেন, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি সমস্ত হাই স্কুল ও কলেজ আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এই কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

উদুপির গভর্নমেন্ট সরকারি পিইউ কলেজে কেবল হিজাবের কারণে ছাত্রীদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। উদুপি এবং চিক্কামাগালুরুতে বিজেপি ও তার দোসর সংগঠনগুলি মুসলিম মেয়েদের হিজাব পরায় আপত্তি জানায়।অযথা ঝামেলা পাকাতে গত শুক্রবার ও শনিবার একদল ছাত্র গেরুয়া চাদর পরে কলেজে ঝামেলা পাকায়।

মান্ডিয়ার একটি কলেজে, এক হিজাবি ছাত্রীকে “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে হেনস্থা করে একদল গেরুয়াধারী হিন্দুত্ববাদী ।পাল্টা এই ছাত্রী “আল্লাহ হু আকবর” বলে তাদের মোক্ষম জবাব দেয়। মেয়েটির এই সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালও হিজাব মামলার শুনানি, কর্নাটকে ৩ দিন বন্ধ স্কুল-কলেজ

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব (hijab)মামলার শুনানির মাঝেই কর্ণাটকের(karnataka) সরকার রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই টুইট করে জানিয়েছেন, তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কর্ণাটক হাইকোর্ট হিজাবের বিধিনিষেধ মঙ্গলবার ছিল শুনানি।
হাইকোর্ট জানিয়েছে আগামীকালও এই মামলার শুনানি চলবে। আদালত পড়ুয়াদের ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছে। বিচারপতি কৃষ্ণ শ্রীপাদ দীক্ষিত বলেন, এই আদালত জনসাধারণের সৎ বুদ্ধির ওপর পূর্ণ আস্থাশীল।

আদালতের কার্যক্রম শেষ হওয়ার ঠিক আগে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী টুইট করেন। তিনি লেখেন, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি সমস্ত হাই স্কুল ও কলেজ আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এই কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

উদুপির গভর্নমেন্ট সরকারি পিইউ কলেজে কেবল হিজাবের কারণে ছাত্রীদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। উদুপি এবং চিক্কামাগালুরুতে বিজেপি ও তার দোসর সংগঠনগুলি মুসলিম মেয়েদের হিজাব পরায় আপত্তি জানায়।অযথা ঝামেলা পাকাতে গত শুক্রবার ও শনিবার একদল ছাত্র গেরুয়া চাদর পরে কলেজে ঝামেলা পাকায়।

মান্ডিয়ার একটি কলেজে, এক হিজাবি ছাত্রীকে “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে হেনস্থা করে একদল গেরুয়াধারী হিন্দুত্ববাদী ।পাল্টা এই ছাত্রী “আল্লাহ হু আকবর” বলে তাদের মোক্ষম জবাব দেয়। মেয়েটির এই সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই।