০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাড়কাঁপানো ঠাণ্ডাকে উপেক্ষা করে সকাল থেকে শুরু উত্তরপ্রদেশে ভোটগ্রহণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্কঃ সকাল থেকে হাড় কাঁপুনি ঠান্ডাকে উপেক্ষা করে শুরু উত্তরপ্রদেশে ভোটগ্রহণ। বুথে বাইরে লম্বা লাইন চোখে পড়ার মতো। সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব আজ মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে । কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। কোভিড প্রোটোকল মেনেই চলবে ভোটগ্রহণ পর্ব। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।  প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে।

৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী আদিত্যনাথের সরকারের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। এদের মধ্যে রয়েছেন সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ। গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির দিকে আজ নজর থাকবে, তা হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফার নির্বাচনে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন: সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী 

উত্তর প্রদেশ বিধানসভা সকালেই রাজনগরের সেক্টর ম্যাজিস্ট্রেট পুনম যাদব জানান, সমস্ত করোনাবিধি অনুসরণ করা হচ্ছে। থার্মাল স্ক্রিনিং করেই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে।

আরও পড়ুন: বিহারে নরবলি, গ্রেফতার চার

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাড়কাঁপানো ঠাণ্ডাকে উপেক্ষা করে সকাল থেকে শুরু উত্তরপ্রদেশে ভোটগ্রহণ

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সকাল থেকে হাড় কাঁপুনি ঠান্ডাকে উপেক্ষা করে শুরু উত্তরপ্রদেশে ভোটগ্রহণ। বুথে বাইরে লম্বা লাইন চোখে পড়ার মতো। সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব আজ মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে । কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। কোভিড প্রোটোকল মেনেই চলবে ভোটগ্রহণ পর্ব। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।  প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে।

৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী আদিত্যনাথের সরকারের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। এদের মধ্যে রয়েছেন সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ। গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির দিকে আজ নজর থাকবে, তা হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফার নির্বাচনে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন: সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী 

উত্তর প্রদেশ বিধানসভা সকালেই রাজনগরের সেক্টর ম্যাজিস্ট্রেট পুনম যাদব জানান, সমস্ত করোনাবিধি অনুসরণ করা হচ্ছে। থার্মাল স্ক্রিনিং করেই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে।

আরও পড়ুন: বিহারে নরবলি, গ্রেফতার চার