০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অত্যাধুনিক দলীয় কার্যালয় নয়,সাদামাটা ভবনেই আস্থা মমতার,কোথায় সরছে তৃণমূল ভবন?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 30

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কলকাতায় স্থানান্তরিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়। তপসিয়ায় ই এম বাইপাস লাগোয়া বর্তমান সদর কার্যালয় তৃণমূল ভবনের প্রয়োজন নেই বলেই মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর দক্ষিণ, কলকাতায় কমবেশি ১০ হাজার স্কোয়ারফুটের জায়গা দেখতে বলেছেন মমতা। যেটা আপাতত ভাড়ায় নেওয়া হবে। সেখানেই বসবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের মত জাতীয় কর্মসমিতির সদস্যরা।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দলীয় সূত্রে খবর তৃণমূল ভবনের জাঁকজমক দলনেত্রীর না পসন্দ। ২০০৪ সালে বাইপাস লাগোয়া তৃণমূলের এই কার্যালয়টি শুরু হয়। তিনতলা এই ভবনটিতে যথাযথ পরিকল্পনার অভাব ছিল।
তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনটিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। যেখানে দলের পদাধিকারীদের নিজস্ব বসার জায়গার, ক্যান্টিন, কনফারেন্স রুম, সহ সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

আরও এক বার চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠকে শনিবার মমতা বলে দিয়েছেন, ওই রকম বাড়িতে সায় নেই তাঁর। তৃণমূলের দলীয় ভাবমূর্তির সঙ্গে ওরকম বিলাসবহুল ভবন খাপ খায়না।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অত্যাধুনিক দলীয় কার্যালয় নয়,সাদামাটা ভবনেই আস্থা মমতার,কোথায় সরছে তৃণমূল ভবন?

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কলকাতায় স্থানান্তরিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়। তপসিয়ায় ই এম বাইপাস লাগোয়া বর্তমান সদর কার্যালয় তৃণমূল ভবনের প্রয়োজন নেই বলেই মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর দক্ষিণ, কলকাতায় কমবেশি ১০ হাজার স্কোয়ারফুটের জায়গা দেখতে বলেছেন মমতা। যেটা আপাতত ভাড়ায় নেওয়া হবে। সেখানেই বসবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের মত জাতীয় কর্মসমিতির সদস্যরা।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দলীয় সূত্রে খবর তৃণমূল ভবনের জাঁকজমক দলনেত্রীর না পসন্দ। ২০০৪ সালে বাইপাস লাগোয়া তৃণমূলের এই কার্যালয়টি শুরু হয়। তিনতলা এই ভবনটিতে যথাযথ পরিকল্পনার অভাব ছিল।
তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনটিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। যেখানে দলের পদাধিকারীদের নিজস্ব বসার জায়গার, ক্যান্টিন, কনফারেন্স রুম, সহ সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

আরও এক বার চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠকে শনিবার মমতা বলে দিয়েছেন, ওই রকম বাড়িতে সায় নেই তাঁর। তৃণমূলের দলীয় ভাবমূর্তির সঙ্গে ওরকম বিলাসবহুল ভবন খাপ খায়না।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা