০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিভ জ্বলছে ! এক নজরে দেখে নিন – তরকারিতে ঝাল কমানোর উপায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 200

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ঝাল অনেকেই খেতে ভালোবাসেন । আবার ঝাল খেতে অনেকেই ভালোবাসেন না । কিন্ত রান্নাতে অতিরিক্ত ঝাল মোটেও ভালো না । দৈনন্দিন জীবনের রান্নাতে বেশি ঝাল উচিত নয় । আপনি কি জানেন অতিরিক্ত ঝাল শরীরের পক্ষে কতটা ক্ষতিকর ? অতিরিক্ত ঝাল খেলে আপনার শরীরে বাঁধতে পারে নানান রোগ । এতে অন্ত্রের ঘা বা আলসারের মতো বড় রোগের বাসা বাঁধতে পারে শরীরে । আপনার অনিচ্ছা সর্তেও সঠিক আন্দাজ না করতে পেরে বার বার তরকারিতে বেশি ঝাল দিয়ে ফেলছেন ।

 

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

নিমেশেই ঝাল কমানোর উপায় দেখে নিন এক নজরে –

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

 

আরও পড়ুন: ব্রণর হাতে থেকে রেহাই পেতে খান এই ৩ খাবার

তরকারীতে আলুর ব্যবহার

তরকারীতে অনিচ্ছাকৃত ভাবে ঝাল হয়ে গেলে তরকারিতে কিছু আলুর টুকরো ফেলে দিন । এতে করে তরকারীতে ঝাল কিছুটা কমে যাবে । এমনকি তরকারীর স্বাদটাও খারাপ হবে না ।

তরকারীতে লেবুর রসের ব্যবহার

বাড়িতে ছোট বাচ্চা থাকলে তরকারীতে ঝাল হয়ে গেলে খুব সমস্যা হয়ে পড়ে । কারণ বাচ্চারা ঝাল খেতে চাইলেও ওদের ঝাল খেতে দেওয়া উচিত না । এতে করে ওদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় । তাই তরকারীতে ঝাল হয়ে গেলে একটু লেবুর রস মিশিয়ে নিলে ঝাল এর পরিমাণ কমে যায় । রান্নাটাও স্বাদ মাফিক হয় ।

তরকারীতে ঝাল হলে দুধের ব্যবহার ।

অনেকেই অনেক রান্নাতে দুধ ব্যবহার করেন ।কিন্ত আপনি কি জানেন দুধ ব্যবহার করে তরকারীর ঝাল কমানো যায় ।

তরকারীতে চিনির ব্যবহার

 

তরকারীতে ঝালের মাত্রা কমাতে চটজ্বলদি একটা উপায় হলও চিনি । বাড়িতে শিশুরা আছে ,ওদের খেতে দিতে হবে । কিন্তু তরকারীতে খুব ঝাল হয়ে গেছে । এমন অবস্থায় তরকারীতে ঝাল বেশি হলে , কিছু চিন্তা না করে তরকারীতে চিনি আর একটু জল দিয়ে ফুটিয়ে নিন । ঝাল কমে যাবে ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিভ জ্বলছে ! এক নজরে দেখে নিন – তরকারিতে ঝাল কমানোর উপায়

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ঝাল অনেকেই খেতে ভালোবাসেন । আবার ঝাল খেতে অনেকেই ভালোবাসেন না । কিন্ত রান্নাতে অতিরিক্ত ঝাল মোটেও ভালো না । দৈনন্দিন জীবনের রান্নাতে বেশি ঝাল উচিত নয় । আপনি কি জানেন অতিরিক্ত ঝাল শরীরের পক্ষে কতটা ক্ষতিকর ? অতিরিক্ত ঝাল খেলে আপনার শরীরে বাঁধতে পারে নানান রোগ । এতে অন্ত্রের ঘা বা আলসারের মতো বড় রোগের বাসা বাঁধতে পারে শরীরে । আপনার অনিচ্ছা সর্তেও সঠিক আন্দাজ না করতে পেরে বার বার তরকারিতে বেশি ঝাল দিয়ে ফেলছেন ।

 

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

নিমেশেই ঝাল কমানোর উপায় দেখে নিন এক নজরে –

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

 

আরও পড়ুন: ব্রণর হাতে থেকে রেহাই পেতে খান এই ৩ খাবার

তরকারীতে আলুর ব্যবহার

তরকারীতে অনিচ্ছাকৃত ভাবে ঝাল হয়ে গেলে তরকারিতে কিছু আলুর টুকরো ফেলে দিন । এতে করে তরকারীতে ঝাল কিছুটা কমে যাবে । এমনকি তরকারীর স্বাদটাও খারাপ হবে না ।

তরকারীতে লেবুর রসের ব্যবহার

বাড়িতে ছোট বাচ্চা থাকলে তরকারীতে ঝাল হয়ে গেলে খুব সমস্যা হয়ে পড়ে । কারণ বাচ্চারা ঝাল খেতে চাইলেও ওদের ঝাল খেতে দেওয়া উচিত না । এতে করে ওদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় । তাই তরকারীতে ঝাল হয়ে গেলে একটু লেবুর রস মিশিয়ে নিলে ঝাল এর পরিমাণ কমে যায় । রান্নাটাও স্বাদ মাফিক হয় ।

তরকারীতে ঝাল হলে দুধের ব্যবহার ।

অনেকেই অনেক রান্নাতে দুধ ব্যবহার করেন ।কিন্ত আপনি কি জানেন দুধ ব্যবহার করে তরকারীর ঝাল কমানো যায় ।

তরকারীতে চিনির ব্যবহার

 

তরকারীতে ঝালের মাত্রা কমাতে চটজ্বলদি একটা উপায় হলও চিনি । বাড়িতে শিশুরা আছে ,ওদের খেতে দিতে হবে । কিন্তু তরকারীতে খুব ঝাল হয়ে গেছে । এমন অবস্থায় তরকারীতে ঝাল বেশি হলে , কিছু চিন্তা না করে তরকারীতে চিনি আর একটু জল দিয়ে ফুটিয়ে নিন । ঝাল কমে যাবে ।