০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রুপ ডি নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 66

পুবের কলম ওয়েবডেস্কঃ গ্রুপ ডি মামলায় ফের মোড় ঘুরল। ডিভিশন বেঞ্চের তৈরি করা করা কমিটি ভেঙে দিল কলকাতা হাইকোর্টেরই একক বেঞ্চ। ডিআইজি পদমর্যাদার অফিসার দিয়ে হবে তদন্ত।

মঙ্গলবার গ্রুপডি মামলায় ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। পাশাপাশি তদন্ত কমিটি ভেঙে দিয়ে চার সপ্তাহের মধ্যে সিবিআইকে মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

আগামী কাল, বুধবার সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির চেয়ারপার্সনের কাছ থেকে সমস্ত তথ্য উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। সে সময় সিবিআই ছাড়া ওই অফিসে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীকেই বল নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি, মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করুন তাঁরা।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

 

আরও পড়ুন: মানিকের স্ত্রী- পুত্র মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

উল্লেখ্য,  এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়ম বর্হিভূতভাবে ৫৭৩ জনকে স্কুলের গ্রুপ ডি কর্মীর পদে চাকরি দেওয়া হয়েছে। এতে বড় দুর্নীতি উল্লেখ্য  করে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করে দেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। নিয়োগ হওয়া এই স্কুলকর্মীদের বেতন বাবদ এতদিন যে টাকা দেওয়া হয়েছে। তা ফেরতের জন্য জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়।

 

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি। এদিকে এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত কমিটি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চই এই কমিটি গঠন করেছিল। দুই মাস সময় দিয়েছিল এই কমিটি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রুপ ডি নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গ্রুপ ডি মামলায় ফের মোড় ঘুরল। ডিভিশন বেঞ্চের তৈরি করা করা কমিটি ভেঙে দিল কলকাতা হাইকোর্টেরই একক বেঞ্চ। ডিআইজি পদমর্যাদার অফিসার দিয়ে হবে তদন্ত।

মঙ্গলবার গ্রুপডি মামলায় ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। পাশাপাশি তদন্ত কমিটি ভেঙে দিয়ে চার সপ্তাহের মধ্যে সিবিআইকে মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

আগামী কাল, বুধবার সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির চেয়ারপার্সনের কাছ থেকে সমস্ত তথ্য উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। সে সময় সিবিআই ছাড়া ওই অফিসে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীকেই বল নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি, মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করুন তাঁরা।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

 

আরও পড়ুন: মানিকের স্ত্রী- পুত্র মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

উল্লেখ্য,  এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়ম বর্হিভূতভাবে ৫৭৩ জনকে স্কুলের গ্রুপ ডি কর্মীর পদে চাকরি দেওয়া হয়েছে। এতে বড় দুর্নীতি উল্লেখ্য  করে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করে দেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। নিয়োগ হওয়া এই স্কুলকর্মীদের বেতন বাবদ এতদিন যে টাকা দেওয়া হয়েছে। তা ফেরতের জন্য জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়।

 

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি। এদিকে এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত কমিটি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চই এই কমিটি গঠন করেছিল। দুই মাস সময় দিয়েছিল এই কমিটি।