০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মার্চের শুরুতেই সম্ভবত বাজেট অধিবেশন বিধানসভায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 86

পুবের কলম প্রতিবেদক  ¬রাজ্যপালের বিধানসভা স্থগিত বিতর্কের মধ্যেই আগামী ২ মার্চ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভায়  বাজেট অধিবেশন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর। এখনো পর্যন্ত যা খবর ২ মার্চ রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু  হবে বিধানসভায় । এরপর ৩ মার্চ পেশ করা হবে শোক প্রস্তাব। ৪ মার্চ রাজ্য বিধানসভায় বাজেট   পেশ করা হবে। তবে রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেট  অধিবেশনে বাজেট পেশ করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত কয়েকদিন আগেই  সোশ্যাল  মিডিয়ায় বিধানসভা স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা  করে হইচই ফেলে দেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাজেট অধিবেশনের আগেই রাজ্যপালের এহেন পদক্ষেপ ঘিরে রীতিমতো রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। কেউ কেউ  তো  এমন বলতে থাকেন  এই মুহূর্তে আদালতে যাওয়া ছাড়া বাজেট অধিবেশন শুরুর কোনো  উপায় নেই। যদিও সে সময়  পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য বিধানসভার তরফ থেকে সেই বক্তব্য খারিজ করে বলা হয় । এটা একটা রুটিন প্রসেস। সরকারের পরামর্শ মতোই অধ্যক্ষ অধিবেশন স্থগিত করে দেন। তারপর আবার তা নতুন করে ডাকেন তিনি। যদিও এর বিস্তারিত ব্যাখ্যা রাজভবনের তরফ থেকে পাওয়া যায়নি। এরইমধ্যে বিধানসভার তরফ থেকে যে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দেওয়া  হয়েছে  তাতে  কোনও সন্দেহ নেই। আগেই তৃণমূল  পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল–  রাজ্যপালের অতি সক্রিয়তা ও সম্প্রতি  রাজ্যপালের কাজকর্মের কড়া নিন্দা করে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে  রাজ্যের শাসক দল। এই অবস্থায় বাজেট  অধিবেশনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা  হয়ে  যাওয়ার পর আদেও রাজভবনের তরফ  থেকে ওই অধিবেশন ডাকার জন্য অনুমতি দেওয়া হয়  কিনা। অথবা অধিবেশন ডাকলেও সেই অধিবেশনের শুরুতে রাজ্যপাল নিজে উপস্থিত থাকেন কিনা তা নিয়েও যথেষ্ট দ্বিধা ও দ্বন্দ্ব  রয়েছে। সবচেয়ে বড় কথা– বিধানসভার অন্দরে  বাজেট অধিবেশন নিয়ে যে দিনক্ষণ বা নির্ঘণ্টও  পাওয়া যাচ্ছে তা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা   করে রাজ্য বিধানসভা কর্তৃপক্ষ তাই এখন দেখার।

আরও পড়ুন: কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন?

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্চের শুরুতেই সম্ভবত বাজেট অধিবেশন বিধানসভায়

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক  ¬রাজ্যপালের বিধানসভা স্থগিত বিতর্কের মধ্যেই আগামী ২ মার্চ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভায়  বাজেট অধিবেশন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর। এখনো পর্যন্ত যা খবর ২ মার্চ রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু  হবে বিধানসভায় । এরপর ৩ মার্চ পেশ করা হবে শোক প্রস্তাব। ৪ মার্চ রাজ্য বিধানসভায় বাজেট   পেশ করা হবে। তবে রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেট  অধিবেশনে বাজেট পেশ করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত কয়েকদিন আগেই  সোশ্যাল  মিডিয়ায় বিধানসভা স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা  করে হইচই ফেলে দেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাজেট অধিবেশনের আগেই রাজ্যপালের এহেন পদক্ষেপ ঘিরে রীতিমতো রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। কেউ কেউ  তো  এমন বলতে থাকেন  এই মুহূর্তে আদালতে যাওয়া ছাড়া বাজেট অধিবেশন শুরুর কোনো  উপায় নেই। যদিও সে সময়  পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য বিধানসভার তরফ থেকে সেই বক্তব্য খারিজ করে বলা হয় । এটা একটা রুটিন প্রসেস। সরকারের পরামর্শ মতোই অধ্যক্ষ অধিবেশন স্থগিত করে দেন। তারপর আবার তা নতুন করে ডাকেন তিনি। যদিও এর বিস্তারিত ব্যাখ্যা রাজভবনের তরফ থেকে পাওয়া যায়নি। এরইমধ্যে বিধানসভার তরফ থেকে যে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দেওয়া  হয়েছে  তাতে  কোনও সন্দেহ নেই। আগেই তৃণমূল  পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল–  রাজ্যপালের অতি সক্রিয়তা ও সম্প্রতি  রাজ্যপালের কাজকর্মের কড়া নিন্দা করে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে  রাজ্যের শাসক দল। এই অবস্থায় বাজেট  অধিবেশনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা  হয়ে  যাওয়ার পর আদেও রাজভবনের তরফ  থেকে ওই অধিবেশন ডাকার জন্য অনুমতি দেওয়া হয়  কিনা। অথবা অধিবেশন ডাকলেও সেই অধিবেশনের শুরুতে রাজ্যপাল নিজে উপস্থিত থাকেন কিনা তা নিয়েও যথেষ্ট দ্বিধা ও দ্বন্দ্ব  রয়েছে। সবচেয়ে বড় কথা– বিধানসভার অন্দরে  বাজেট অধিবেশন নিয়ে যে দিনক্ষণ বা নির্ঘণ্টও  পাওয়া যাচ্ছে তা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা   করে রাজ্য বিধানসভা কর্তৃপক্ষ তাই এখন দেখার।

আরও পড়ুন: কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন?

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার