০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, জানাল সুপ্রিম কোর্ট

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক : রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না বলে দায়ের হওয়া এক মামলার ভিত্তিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য , কাল শনিবার রাজ্যের ১০৮টি পুরসভায় পুরভোট। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আগেই হাইকোর্টে সেই আর্জি খারিজ হয়ে যায়। নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ভরসা করতে বলেছে হাইকোর্ট।

 

আর এবার সেই একই নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিজেপি দাবি করেছে, ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় বিজেপি। বিভিন্ন জেলা থেকে বিরোধীরা হামলার অভিযোগ তুলেছেন। অন্য একটি মামলায় বিজেপি প্রার্থীরা নিরাপত্তার অভাবের কথাও জানিয়েছেন আদালতে।

 

এই সব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, যদিও কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন, তাহলে কেন দেওয়া হল না, সেই কারণ আদালতে জানাতে হবে কমিশনারকে। আর তারপর যদি ভোটের দিন কোনও অশান্তির অভিযোগ ওঠে, তাহলে তার দায় কমিশনারকেই নিতে হবে।

 

এ দিকে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, না রাজ্যপুলিশ দিয়ে ভোট করানো হবে, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে শাসক বিরোধী দুই ই। এর আগে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। তবে রাজ্য প্রশাসনও ভোটের কাজে ছিল। পুরসভা নির্বাচনেও বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীতে আস্থা রাজ্যে । এই নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ভোটে কেন্দ্রীয় বাহিনীর থাকবে না। সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে ভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, জানাল সুপ্রিম কোর্ট

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক : রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না বলে দায়ের হওয়া এক মামলার ভিত্তিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য , কাল শনিবার রাজ্যের ১০৮টি পুরসভায় পুরভোট। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আগেই হাইকোর্টে সেই আর্জি খারিজ হয়ে যায়। নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ভরসা করতে বলেছে হাইকোর্ট।

 

আর এবার সেই একই নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিজেপি দাবি করেছে, ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় বিজেপি। বিভিন্ন জেলা থেকে বিরোধীরা হামলার অভিযোগ তুলেছেন। অন্য একটি মামলায় বিজেপি প্রার্থীরা নিরাপত্তার অভাবের কথাও জানিয়েছেন আদালতে।

 

এই সব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, যদিও কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন, তাহলে কেন দেওয়া হল না, সেই কারণ আদালতে জানাতে হবে কমিশনারকে। আর তারপর যদি ভোটের দিন কোনও অশান্তির অভিযোগ ওঠে, তাহলে তার দায় কমিশনারকেই নিতে হবে।

 

এ দিকে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, না রাজ্যপুলিশ দিয়ে ভোট করানো হবে, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে শাসক বিরোধী দুই ই। এর আগে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। তবে রাজ্য প্রশাসনও ভোটের কাজে ছিল। পুরসভা নির্বাচনেও বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীতে আস্থা রাজ্যে । এই নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ভোটে কেন্দ্রীয় বাহিনীর থাকবে না। সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে ভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই ।