০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দায়, বিশ্বের পশ্চিমা দেশগুলি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ইউক্রেনের ওপর রাশিয়া তার আগ্রাসী দৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে। লক্ষ্য গোটা ইউক্রেন দখল করা। আজ শুক্রবার ফের সর্বশক্তি দিয়ে ইউক্রেনের ওপরে আক্রমণ শানায় রাশিয়া। ভোররাতের দিকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়।  রাশিয়া এই হামলা চালায় বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নেভাতে সক্ষম হন ইউক্রেনীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে বলেছেন, রাশিয়া ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়।

জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই হামলাকে বেপরোয়া কর্মকাণ্ড বলে উল্লেখ করেন তিনি। একে বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডাও জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কণ্ঠেও শোনা গেছে একই ধরনের আহ্বান। এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। অবিলম্বে এসব হামলা বন্ধ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রুডো।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দায়, বিশ্বের পশ্চিমা দেশগুলি

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ইউক্রেনের ওপর রাশিয়া তার আগ্রাসী দৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে। লক্ষ্য গোটা ইউক্রেন দখল করা। আজ শুক্রবার ফের সর্বশক্তি দিয়ে ইউক্রেনের ওপরে আক্রমণ শানায় রাশিয়া। ভোররাতের দিকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়।  রাশিয়া এই হামলা চালায় বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নেভাতে সক্ষম হন ইউক্রেনীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে বলেছেন, রাশিয়া ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়।

জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই হামলাকে বেপরোয়া কর্মকাণ্ড বলে উল্লেখ করেন তিনি। একে বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডাও জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কণ্ঠেও শোনা গেছে একই ধরনের আহ্বান। এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। অবিলম্বে এসব হামলা বন্ধ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রুডো।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার