২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধানসভা ধুন্ধুমারঃ ‘এই দিনের ঘটনা গণতন্ত্রের পক্ষে অপমান, আর যেন না হয়’: ধনকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 110

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে তুমুল হট্টোগোলের জেরে পুরো ভাষণ দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীর অনুরোধে সংবিধানের মর্যাদা রেখেই ভাষণের শুরু আর শেষ পড়েই কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এইদিনের ঘটনাকে, গণতন্ত্রের পক্ষে অপমান বলে উল্লেখ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল বলেন, এই ঘটনা যেন আর না হয়। এই রকম হবে ভাবিনি। এটা কোনও ছোটখাটো ঘটনা নয়, বড় ব্যাপার। বিধানসভা মার্শালের উচিত ছিল রাজ্যপালকে এদিন রক্ষা করা।’

এদিন বিধানসভার অধিবেশন রীতি অনুযায়ী শুরু হলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে বিধানসভা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। ভাষণ না দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করতে চান রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে ভাষণের প্রথম ও শেষ অংশ পড়ে কক্ষ ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: গণতন্ত্রই ভারতের শক্তি, দক্ষ কর্মশক্তিই আমাদের ভরসা: প্রধানমন্ত্রী মোদি

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি পরিকল্পিত বিশৃঙ্খলা। এই ধরনের আগেও কোথায় দেখিনি। বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটল। রাজ্যপাল আজ ভাষণ না পড়েই চলে যাচ্ছিলেন। তৃণমূল বিধায়করা তাকে বার বার কক্ষ না ত্যাগ করতে অনুরোধ করেন। আসলে বিজেপি গণতন্ত্র মানে না। আমরা রাষ্ট্রপতিকেও সম্মান জানাই। তবে রাজ্যপালকে ধন্যবাদ। উনি ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েছিলেন।

আরও পড়ুন: এনসিইআরটি-র দশম শ্রেণির পাঠক্রম থেকে এবার বাদ গণতন্ত্র

মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, বিজেপি  আজ অসভ্য ও অভদ্রতা করল। রাজ্যপাল যাতে ভাষণ না পড়তে পারেন, তার জন্য বিজেপি এই বিক্ষোভ দেখিয়েছি।

আরও পড়ুন: ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির

মুখ্যমন্ত্রী বলেন, নিজের ওয়ার্ডে জিততে পারেনি বিজেপি, তাই এবার হেরে গিয়ে নাটক করছে বিজেপি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধানসভা ধুন্ধুমারঃ ‘এই দিনের ঘটনা গণতন্ত্রের পক্ষে অপমান, আর যেন না হয়’: ধনকর

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে তুমুল হট্টোগোলের জেরে পুরো ভাষণ দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীর অনুরোধে সংবিধানের মর্যাদা রেখেই ভাষণের শুরু আর শেষ পড়েই কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এইদিনের ঘটনাকে, গণতন্ত্রের পক্ষে অপমান বলে উল্লেখ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল বলেন, এই ঘটনা যেন আর না হয়। এই রকম হবে ভাবিনি। এটা কোনও ছোটখাটো ঘটনা নয়, বড় ব্যাপার। বিধানসভা মার্শালের উচিত ছিল রাজ্যপালকে এদিন রক্ষা করা।’

এদিন বিধানসভার অধিবেশন রীতি অনুযায়ী শুরু হলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে বিধানসভা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। ভাষণ না দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করতে চান রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে ভাষণের প্রথম ও শেষ অংশ পড়ে কক্ষ ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: গণতন্ত্রই ভারতের শক্তি, দক্ষ কর্মশক্তিই আমাদের ভরসা: প্রধানমন্ত্রী মোদি

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি পরিকল্পিত বিশৃঙ্খলা। এই ধরনের আগেও কোথায় দেখিনি। বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটল। রাজ্যপাল আজ ভাষণ না পড়েই চলে যাচ্ছিলেন। তৃণমূল বিধায়করা তাকে বার বার কক্ষ না ত্যাগ করতে অনুরোধ করেন। আসলে বিজেপি গণতন্ত্র মানে না। আমরা রাষ্ট্রপতিকেও সম্মান জানাই। তবে রাজ্যপালকে ধন্যবাদ। উনি ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েছিলেন।

আরও পড়ুন: এনসিইআরটি-র দশম শ্রেণির পাঠক্রম থেকে এবার বাদ গণতন্ত্র

মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, বিজেপি  আজ অসভ্য ও অভদ্রতা করল। রাজ্যপাল যাতে ভাষণ না পড়তে পারেন, তার জন্য বিজেপি এই বিক্ষোভ দেখিয়েছি।

আরও পড়ুন: ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির

মুখ্যমন্ত্রী বলেন, নিজের ওয়ার্ডে জিততে পারেনি বিজেপি, তাই এবার হেরে গিয়ে নাটক করছে বিজেপি।