০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাজ্যসভার ১৩ আসনের ভোট ঘোষণা করল কমিশন

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
- / 33
পুবের কলম প্রতিবেদকঃ ৩১ মার্চ রাজ্যসভার ১৩টি আসনের জন্য ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। এই ১৩টি আসনের মধ্যে রয়েছে পঞ্জাবের ৫, কেরলের ৩, অসমের ২ এবং হিমাচল, ত্রিপুরা ও নাগাল্যান্ড থেকে একজন করে। এই ১৩ জন রাজ্যসভার সাংসদের কার্যকাল শেষ হয়ে যাচ্ছে ২ থেকে ৯ এপ্রিলের মধ্যেই।
১৩ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অসমের রানি রানা ও নিপুন বোরা, হিমাচল প্রদেশের আন¨ শর্মা, কেরলের এ কে অ্যান্টনি, পঞ্জাবের প্রতাপ সিং, সুখদেব সিং সহ অন্যান্যরা।
ছয়টি রাজ্যের এই ১৩টি আসনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৪ মার্চ এবং নোমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৩১ মার্চ বিকেল ৫ টায় ভোগগণনা শুরু হবে।