০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 102

পুবের কলম ওয়েবডেস্ক : বাঙালি মানেই খাদ্যরসিক! বাঙালির আপদে – বিপদে, সুখে – দুঃখে, আ‌লু সিদ্ধ ও ডাল ভাতের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন আপনার ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা ! আপনি জানলে অবাক হয়ে যাবেন । ত্বক সুস্থ রাখতে নামিদামি ব্র্যান্ড না, হেঁশেলের উপকরণ দিয়ে করুন রূপচর্চা। ত্বকের নানান সমস্যার সমাধান করতে মুসুর ডালের জুড়ি মেলা ভার! এতে আপনার ত্বকের হারানো জেল্লা থেকে শুরু করে মুখে বয়সের ছাপ দু’টোই দূর হবে। দিনভর রাস্তাঘাটে থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় , ত্বক শুষ্ক হয়ে গেলে মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কি ভাবে বানাবেন সেই ফেসপ্যাক রইলো উপকরণ ও প্রণালী!

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

উপকরণ

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

ডাল ( প্রয়োজন মতো )

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী

দুধ ( ৩/৪ চামচ)

মধু ( ১/২ চামচ)

জল (পরিমাণ মতো )

টক দই ( পরিমাপ মতো )

হলুদ গুড়ো ( হাফ টেবিল চামচ)

 

ত্বকের নানা সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন মুসুর ডাল? রইলও প্রণালী 

 

ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা!

 

প্রথমে মুসুর ডালকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে, বা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বাটা হয়ে গেলে , বাটা মুসুর ডালের সঙ্গে দু’ চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর দু তিন মিনিট ভালো করে ঘষে ঘষে মালিশ করে নিতে হবে।এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক কোমল ও মোলায়েম হবে।

 

অবাঞ্ছিত রোম তুলতে

 

ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে
অতিরিক্ত রোমের জ্বলায় ভুগছেন, বার বার পার্লারে ছুটতে হচ্ছে, থ্রেডিং করতে করতে নাজেহাল হয়ে পড়েছেন? কিন্তু একবারও কি ঘরোয়া কোনও কৌশল অবলম্বন করেছেন? কি করেন নি তো ? তাহলে দেরি কীসের ! হেঁশেলের মুসুর ডালেই এই সমস্যার সমাধান হবে। এক টেবিল চামচ মুসুর ডাল বাটার সঙ্গে এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ চালের গুঁড়ো আর কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভাল করে মিশিয়ে মুখে মাখুন । আর কিছুক্ষণ মালিশ করার পর মুখ ধুয়ে নিন। এভাবেই কয়েক বার করলেই আপনার সমস্যার সমাধান হবে ।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বাঙালি মানেই খাদ্যরসিক! বাঙালির আপদে – বিপদে, সুখে – দুঃখে, আ‌লু সিদ্ধ ও ডাল ভাতের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন আপনার ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা ! আপনি জানলে অবাক হয়ে যাবেন । ত্বক সুস্থ রাখতে নামিদামি ব্র্যান্ড না, হেঁশেলের উপকরণ দিয়ে করুন রূপচর্চা। ত্বকের নানান সমস্যার সমাধান করতে মুসুর ডালের জুড়ি মেলা ভার! এতে আপনার ত্বকের হারানো জেল্লা থেকে শুরু করে মুখে বয়সের ছাপ দু’টোই দূর হবে। দিনভর রাস্তাঘাটে থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় , ত্বক শুষ্ক হয়ে গেলে মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কি ভাবে বানাবেন সেই ফেসপ্যাক রইলো উপকরণ ও প্রণালী!

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

উপকরণ

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

ডাল ( প্রয়োজন মতো )

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী

দুধ ( ৩/৪ চামচ)

মধু ( ১/২ চামচ)

জল (পরিমাণ মতো )

টক দই ( পরিমাপ মতো )

হলুদ গুড়ো ( হাফ টেবিল চামচ)

 

ত্বকের নানা সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন মুসুর ডাল? রইলও প্রণালী 

 

ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা!

 

প্রথমে মুসুর ডালকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে, বা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বাটা হয়ে গেলে , বাটা মুসুর ডালের সঙ্গে দু’ চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর দু তিন মিনিট ভালো করে ঘষে ঘষে মালিশ করে নিতে হবে।এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক কোমল ও মোলায়েম হবে।

 

অবাঞ্ছিত রোম তুলতে

 

ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে
অতিরিক্ত রোমের জ্বলায় ভুগছেন, বার বার পার্লারে ছুটতে হচ্ছে, থ্রেডিং করতে করতে নাজেহাল হয়ে পড়েছেন? কিন্তু একবারও কি ঘরোয়া কোনও কৌশল অবলম্বন করেছেন? কি করেন নি তো ? তাহলে দেরি কীসের ! হেঁশেলের মুসুর ডালেই এই সমস্যার সমাধান হবে। এক টেবিল চামচ মুসুর ডাল বাটার সঙ্গে এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ চালের গুঁড়ো আর কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভাল করে মিশিয়ে মুখে মাখুন । আর কিছুক্ষণ মালিশ করার পর মুখ ধুয়ে নিন। এভাবেই কয়েক বার করলেই আপনার সমস্যার সমাধান হবে ।