২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু বাস্তবের থেকে আট গুণ বেশি! ল্যানসেটের দাবিকে ভিত্তিহীন বলল কেন্দ্র

মাসুদ আলি
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতে করোনা সংক্রমণে কত জন মারা গিয়েছেন ও কতজন আসলে সংক্রমিত হয়েছেন তা নিয়ে জনমনে গুঞ্জন ছিলই। অনেকেই অভিযোগ করছিলেন যে মৃত্যুর প্রকট খতিয়ান দেওয়া হচ্ছে না।কিন্তু আজকাল শাসক দলের সমালোচনাকেও দেশবিরোধিতা বলে প্রচার করা হচ্ছে। কখন করা বিরুদ্ধে ইউএপিএ লাগু হয়ে যাবে বুক ঠুকে বলতে পারছে না কেউ। এমন সময়ে নয়া বিতর্ক তৈরি করল ব্রিটিশ জার্নাল ল্যানসেট। ওই পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে সরকারি হিসেবে যত জন মারা গিয়েছেন বাস্তবে তার চেয়ে অন্তত আট গুণ বেশি মানুষ ওই সংক্রমণের শিকার হয়েছেন। যদিও ব্রিটিশ স্বাস্থ্য বিষয়ক পত্রিকার ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করেছে নরেন্দ্র মোদি সরকার।

ভারতে সরকারি ভাবে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ৪.৯০ লক্ষের কাছাকাছি। সেখানে ল্যানসেট দাবি করেছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন প্রায় ৪০.১ লক্ষ ব্যক্তি। যা সরকারি ভাবে মৃত্যুর সংখ্যার আট গুণ বেশি।

আরও পড়ুন: করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা

ল্যানসেটের মতে, গোটা পৃথিবীতেই সংক্রম ও মৃতের সংখ্যা কম করে দেখানোর প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ভারতেও তা স্পষ্ট। খ্যাতনামা ওই মেডিক্যাল জার্নালের মতে করোনায় বিশ্বজুড়ে যত লোক মারা গিয়েছেন বলে দেখানো হয়েছে, আসলে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি লোক ওই সংক্রমণের শিকার হয়েছেন।জার্নালের দাবি, যদি গোটা বিশ্বের কোভিডে মৃত্যুকে সঠিক ভাবে নথিভুক্ত করা যেত তাহলে ওই ভাইরাসের শিকার ১.৮২ কোটি হত। সে ক্ষেত্রে ২২ শতাংশ মৃতের ঠিকানা হত ভারত।

সরকারি ভাবে ভারতে প্রতি এক লক্ষ কোভিড সংক্রমিতের মধ্যে মৃতের সংখ্যা হল ১৮.৩ জন। যদিও ল্যানসেটের দাবি, ভারতে আসলে প্রতি এক লক্ষে ১৫২.৫ জন করে মারা গিয়েছে। স্বাস্থ্য পত্রিকার ওই প্রতিবেদন মানতে চায়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশে করোনায় মৃত্যু বাস্তবের থেকে আট গুণ বেশি! ল্যানসেটের দাবিকে ভিত্তিহীন বলল কেন্দ্র

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতে করোনা সংক্রমণে কত জন মারা গিয়েছেন ও কতজন আসলে সংক্রমিত হয়েছেন তা নিয়ে জনমনে গুঞ্জন ছিলই। অনেকেই অভিযোগ করছিলেন যে মৃত্যুর প্রকট খতিয়ান দেওয়া হচ্ছে না।কিন্তু আজকাল শাসক দলের সমালোচনাকেও দেশবিরোধিতা বলে প্রচার করা হচ্ছে। কখন করা বিরুদ্ধে ইউএপিএ লাগু হয়ে যাবে বুক ঠুকে বলতে পারছে না কেউ। এমন সময়ে নয়া বিতর্ক তৈরি করল ব্রিটিশ জার্নাল ল্যানসেট। ওই পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে সরকারি হিসেবে যত জন মারা গিয়েছেন বাস্তবে তার চেয়ে অন্তত আট গুণ বেশি মানুষ ওই সংক্রমণের শিকার হয়েছেন। যদিও ব্রিটিশ স্বাস্থ্য বিষয়ক পত্রিকার ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করেছে নরেন্দ্র মোদি সরকার।

ভারতে সরকারি ভাবে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ৪.৯০ লক্ষের কাছাকাছি। সেখানে ল্যানসেট দাবি করেছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন প্রায় ৪০.১ লক্ষ ব্যক্তি। যা সরকারি ভাবে মৃত্যুর সংখ্যার আট গুণ বেশি।

আরও পড়ুন: করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা

ল্যানসেটের মতে, গোটা পৃথিবীতেই সংক্রম ও মৃতের সংখ্যা কম করে দেখানোর প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ভারতেও তা স্পষ্ট। খ্যাতনামা ওই মেডিক্যাল জার্নালের মতে করোনায় বিশ্বজুড়ে যত লোক মারা গিয়েছেন বলে দেখানো হয়েছে, আসলে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি লোক ওই সংক্রমণের শিকার হয়েছেন।জার্নালের দাবি, যদি গোটা বিশ্বের কোভিডে মৃত্যুকে সঠিক ভাবে নথিভুক্ত করা যেত তাহলে ওই ভাইরাসের শিকার ১.৮২ কোটি হত। সে ক্ষেত্রে ২২ শতাংশ মৃতের ঠিকানা হত ভারত।

সরকারি ভাবে ভারতে প্রতি এক লক্ষ কোভিড সংক্রমিতের মধ্যে মৃতের সংখ্যা হল ১৮.৩ জন। যদিও ল্যানসেটের দাবি, ভারতে আসলে প্রতি এক লক্ষে ১৫২.৫ জন করে মারা গিয়েছে। স্বাস্থ্য পত্রিকার ওই প্রতিবেদন মানতে চায়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।