০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জল্পনা উস্কে মমতার আগেই দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশ  জাতীয়  রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ  হয়ে উঠছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার ক্ষমতায় আসার  পর  আগামী  ২৫ তারিখ  প্রথম বার দিল্লি  যাচ্ছেন  তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার  মমতা বন্দ্যোপাধ্যায়  নিজেই  জানিয়েছেন  সময় পেলে তিনি রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর সঙ্গে ও সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর দিল্লি  যাত্রা  নিয়ে  জল্পনার মাঝেই জানা যাচ্ছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই  দিল্লি উড়ে যাচ্ছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর  ২১ শে জুলাইয়ের কর্মসূচি শেষ করে  আগামী  ২২ জুলাই  দিল্লি  পৌছাবেন অভিষেক। যদিও  সাংসদ  হিসেবে  বাদল অধিবেশনে তাঁর  অংশ  নেওয়ার কথা।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন, সাংসদদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তবে রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে নিছক বাদল অধিবেশনে অংশ নেওয়া নয়।ভোট  কুশলি প্রশান্ত কিশোর আগেই  বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের  সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন। অভিষেক – মমতার জোড়া দিল্লি  সফর তাতে আরও বাড়তি মাত্রা যোগ করল।

আরও পড়ুন: জন্মদিনে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল্পনা উস্কে মমতার আগেই দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশ  জাতীয়  রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ  হয়ে উঠছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার ক্ষমতায় আসার  পর  আগামী  ২৫ তারিখ  প্রথম বার দিল্লি  যাচ্ছেন  তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার  মমতা বন্দ্যোপাধ্যায়  নিজেই  জানিয়েছেন  সময় পেলে তিনি রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর সঙ্গে ও সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর দিল্লি  যাত্রা  নিয়ে  জল্পনার মাঝেই জানা যাচ্ছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই  দিল্লি উড়ে যাচ্ছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর  ২১ শে জুলাইয়ের কর্মসূচি শেষ করে  আগামী  ২২ জুলাই  দিল্লি  পৌছাবেন অভিষেক। যদিও  সাংসদ  হিসেবে  বাদল অধিবেশনে তাঁর  অংশ  নেওয়ার কথা।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন, সাংসদদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তবে রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে নিছক বাদল অধিবেশনে অংশ নেওয়া নয়।ভোট  কুশলি প্রশান্ত কিশোর আগেই  বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের  সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন। অভিষেক – মমতার জোড়া দিল্লি  সফর তাতে আরও বাড়তি মাত্রা যোগ করল।

আরও পড়ুন: জন্মদিনে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের