২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায়  ২৭ লক্ষ মানুষ

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 99

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ হামলা পর এখনও পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লক্ষ নাগরিক। রাষ্ট্রসংঘের সর্বশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, এখনও পর্যন্ত ২৬ লক্ষ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লক্ষ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। যুদ্ধের ফলে ৪০ লক্ষ মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রাষ্ট্রসংঘ। তবে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায়  ২৭ লক্ষ মানুষ
প্রতীকী ছবি

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৭০ লক্ষ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে পার্শ্ববতী দেশে শরণার্থীর ঢল নামায় বিষয়টি নিয়ে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন ইইউ-র দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক। এরপর বলেন, ‍‌‌‌‌‌‌’আমরা প্রত্যক্ষ করছি যে, ইউরোপ মহাদেশে দীর্ঘ সময়ের জন্য সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হতে পারে।’ সম্প্রতি এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পরই শুরু হয় হামলা।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায়  ২৭ লক্ষ মানুষ

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ হামলা পর এখনও পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লক্ষ নাগরিক। রাষ্ট্রসংঘের সর্বশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, এখনও পর্যন্ত ২৬ লক্ষ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লক্ষ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। যুদ্ধের ফলে ৪০ লক্ষ মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রাষ্ট্রসংঘ। তবে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায়  ২৭ লক্ষ মানুষ
প্রতীকী ছবি

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৭০ লক্ষ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে পার্শ্ববতী দেশে শরণার্থীর ঢল নামায় বিষয়টি নিয়ে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন ইইউ-র দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক। এরপর বলেন, ‍‌‌‌‌‌‌’আমরা প্রত্যক্ষ করছি যে, ইউরোপ মহাদেশে দীর্ঘ সময়ের জন্য সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হতে পারে।’ সম্প্রতি এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পরই শুরু হয় হামলা।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প