দোল এবং হোলিতে কমছে মেট্রো, জেনে নিন বিস্তারিত সময়সূচী
- আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
- / 53
পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহের শেষে রয়েছে দোল এবং হোলি। এর ফলে চলবে কম মেট্রো। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্র এবং শনিবার অন্যান্য দিনের তুলনায় চলবে কম মেট্রো।
দোলের দিন অর্থাৎ শুক্রবার সকালে মিলবেনা মেট্রো।শুক্রবার দোলের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে প্রথম মেট্রো চলবে বেলা আড়াইটে।অন্যদিকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও ছাড়বে বেলা আড়াইটেতে।কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে। ওই দিন কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। দিনভর এই রুটে চলাচল করবে ৫৮টি।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুটেও সময়সূচী পরিবর্তিত হয়েছে। বেলা তিনটেতে ছাড়বে ইস্ট- ওয়েস্ট রুটের প্রথম মেট্রো। ফুলবাগান এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে সন্ধ্যে সাড়েসাতটায়। এই রুটে চলবে মোট ২০ টি মেট্রো।শনিবার অর্থাৎ হোলির দিন মেট্রো পরিষেবা কিছুটা স্বাভাবিক হবে। ২৭৬টির বদলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২০৮টি মেট্রো চলাচল করবে। তবে অন্যান্যদিনের মতোই দু’ প্রান্ত থেকে সকাল সাতটায় দিনের প্রথম মেট্রো মিলবে। কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’ টায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ১৮ মিনিটে।