০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখলো পর্তুগাল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্কঃ তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে কাতার বিশ্বকাপে নিজেদের যোগ্যতা অর্জনের রাস্তা পরিষ্কার রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। পাথ সি প্লে অফ ফাইনালে উঠল পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। একটা লং পাস থেকে বল ধরে দুর্দান্ত মুভমেন্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাঁদিকে বল বাড়ালেন এডমিলসনকে। পর্তুগিজ স্ট্রাইকার সেই বল বাড়ান ব্রুনো ফার্নান্ডেজকে। ব্রুনোর শট বারে লেগে ফেরার সময় গোল করে গেলেন এডমিলসন। এরপর তুরস্ক বেশকিছু আক্রমণ তুলে আনতে পারলেও তা থেকে গোল করতে সমর্থ হয়নি। তবে প্রথমার্ধের শেষের দিকটা তুরস্ক বেশ ইতিবাচক ফুটবল খেলল। ম্যাচের ৪১ মিনিটে দুর্দান্ত হেডে গোল করলেন  দিয়েগো জটা।

ম্যাচের ৬৫ মিনিটে স্রোতের বিরুদ্ধে গিয়ে তুরস্কের হয়ে ব্যবধান কমালেন বুরাক ইলমিজ। কিন্তু ম্যাচটা যে পর্তুগালের হাতেই ছিল এদিন সেটা বোঝা গেল ম্যাচের ইনজুরি টাইমে ম্যাথিউস নানসের গোলের পর। ৩-১ গোলে জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই ইউরোপ পর্বে প্লে অফ ফাইনালে চলে গেল পর্তুগাল। সেখানে জিততে পারলেই তাদের কাতার বিশ্বকাপ খেলা একেবারেই পাকা হয়ে যাবে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখলো পর্তুগাল

আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে কাতার বিশ্বকাপে নিজেদের যোগ্যতা অর্জনের রাস্তা পরিষ্কার রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। পাথ সি প্লে অফ ফাইনালে উঠল পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। একটা লং পাস থেকে বল ধরে দুর্দান্ত মুভমেন্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাঁদিকে বল বাড়ালেন এডমিলসনকে। পর্তুগিজ স্ট্রাইকার সেই বল বাড়ান ব্রুনো ফার্নান্ডেজকে। ব্রুনোর শট বারে লেগে ফেরার সময় গোল করে গেলেন এডমিলসন। এরপর তুরস্ক বেশকিছু আক্রমণ তুলে আনতে পারলেও তা থেকে গোল করতে সমর্থ হয়নি। তবে প্রথমার্ধের শেষের দিকটা তুরস্ক বেশ ইতিবাচক ফুটবল খেলল। ম্যাচের ৪১ মিনিটে দুর্দান্ত হেডে গোল করলেন  দিয়েগো জটা।

ম্যাচের ৬৫ মিনিটে স্রোতের বিরুদ্ধে গিয়ে তুরস্কের হয়ে ব্যবধান কমালেন বুরাক ইলমিজ। কিন্তু ম্যাচটা যে পর্তুগালের হাতেই ছিল এদিন সেটা বোঝা গেল ম্যাচের ইনজুরি টাইমে ম্যাথিউস নানসের গোলের পর। ৩-১ গোলে জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই ইউরোপ পর্বে প্লে অফ ফাইনালে চলে গেল পর্তুগাল। সেখানে জিততে পারলেই তাদের কাতার বিশ্বকাপ খেলা একেবারেই পাকা হয়ে যাবে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি