০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াকে জব্দ করতে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র যাচ্ছে ইউক্রেনে

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
  • / 62

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের প্রথম ধাপ কিয়েভের উদ্দেশে রওনা হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে এই সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক সাহায্য চেয়ে আবেদন করার পর বাইডেন এই সাহায্য অনুমোদন করেন। সাহায্যের পরবর্তী ধাপগুলো খুব শিগগিরই ইউক্রেনে পৌঁছে যাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান, প্রথম ধাপের সামরিক সাহায্যের মধ্যে ৮০০ স্টিংগার অ্যান্টি- এয়ারক্রাফট সিস্টেমস ও ১০০ সশস্ত্র ড্রোন ছাড়া আরও অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। ইউক্রেনের নিরাপত্তার জন্য এসব অস্ত্র প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি। এর আগে বাইডেনের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের অধিকাংশই ইউক্রেনে পৌঁছে গেছে বলে জানানো হয়।

 

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?

আরও পড়ুন: বন্দুক সহিংসতা রুখতে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস আমেরিকায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়াকে জব্দ করতে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র যাচ্ছে ইউক্রেনে

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের প্রথম ধাপ কিয়েভের উদ্দেশে রওনা হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে এই সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক সাহায্য চেয়ে আবেদন করার পর বাইডেন এই সাহায্য অনুমোদন করেন। সাহায্যের পরবর্তী ধাপগুলো খুব শিগগিরই ইউক্রেনে পৌঁছে যাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান, প্রথম ধাপের সামরিক সাহায্যের মধ্যে ৮০০ স্টিংগার অ্যান্টি- এয়ারক্রাফট সিস্টেমস ও ১০০ সশস্ত্র ড্রোন ছাড়া আরও অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। ইউক্রেনের নিরাপত্তার জন্য এসব অস্ত্র প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি। এর আগে বাইডেনের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের অধিকাংশই ইউক্রেনে পৌঁছে গেছে বলে জানানো হয়।

 

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?

আরও পড়ুন: বন্দুক সহিংসতা রুখতে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস আমেরিকায়