০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মালদা ও মুর্শিদাবাদে পুলিশি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
  • / 29

পুবের কলম প্রতিবেদক­ শুক্রবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল মহকুমার ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় হুড়শি গ্রাম পঞ্চায়েতের চরগোপালপুর এলাকায়। সেখানে বিশু সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭.৬৫ এমএম পিস্তল– ম্যাগাজিন সহ দুই রাউন্ড গুলি। পাশের দৌলতাবাদ থানার গিরিনগর এলাকা থেকে এবাদত সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। অন্যদিকে– বড়ঞা ও খড়গ্রাম থানার পুলিশ পৃথক দুটি ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন– বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র কারবারিদের গ্রেফতার করছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ধৃত দাগি অপরাধী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

অন্যদিকে– শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের নানারাই এলাকা থেকে বেআইনি অস্ত্র মজুত রাখার কারণে জিয়াউল হক এবং ভালুকা সোনাপুর এলাকা থেকে গোলাম সারওয়ার নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। দুইজনের কাছ থেকেই একটি করে ওয়ান শাটার পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন– আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুইজনকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। আমরা সমস্ত ঘটনা তদন্ত করছি।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদা ও মুর্শিদাবাদে পুলিশি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক­ শুক্রবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল মহকুমার ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় হুড়শি গ্রাম পঞ্চায়েতের চরগোপালপুর এলাকায়। সেখানে বিশু সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭.৬৫ এমএম পিস্তল– ম্যাগাজিন সহ দুই রাউন্ড গুলি। পাশের দৌলতাবাদ থানার গিরিনগর এলাকা থেকে এবাদত সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। অন্যদিকে– বড়ঞা ও খড়গ্রাম থানার পুলিশ পৃথক দুটি ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন– বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র কারবারিদের গ্রেফতার করছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ধৃত দাগি অপরাধী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

অন্যদিকে– শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের নানারাই এলাকা থেকে বেআইনি অস্ত্র মজুত রাখার কারণে জিয়াউল হক এবং ভালুকা সোনাপুর এলাকা থেকে গোলাম সারওয়ার নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। দুইজনের কাছ থেকেই একটি করে ওয়ান শাটার পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন– আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুইজনকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। আমরা সমস্ত ঘটনা তদন্ত করছি।