০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত চার পাইলট

ইমামা খাতুন
- আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 18
পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বিমানের চার পাইলট নিহত হয়েছেন।দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর রেফারেন্সে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি বিমানের মধ্যে মুখোমুখি মধ্য আকাশে সংঘর্ষ হয়। পরে বিমান দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমান বাহিনী জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলটরা। তারপরও দুই শিক্ষানবিস পাইলট এবং দুইজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।