১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নয়া কেন্দ্রীয় হজ কমিটি ঘোষণা – রাজ্য থেকে সদস্য মাফুজা খাতুন

বিজেপি নেত্রী মাফুজা খাতুন

আবদুল ওদুদ : করোনা পরিস্থিতির কারনে গত ২ বছর তেমনভাবে হজযাত্রার কর্মসূচী গ্রহণ করতে পারেনি। ভারত থেকেও দু বছর কোন হজযাত্রী হজ সমাপন করতে পবিত্রভূমি মক্কায় যেতে পারেননি। গত দু বছর হজের যাবতীয় কাজকর্মের দিক থেকে পিছিয়ে ছিল। এবছর আগের মতোই হজ পালন হবে সউদি সকরা জানিয়ে দিয়েছে। সেই কাজকর্ম যথাযত পালনের জন্য নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। গত শুক্রবার নতুন কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। নয়া কমিটিতে ২৩ জন স্থান পেয়েছেন, কিন্তু ১১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯ জন সদস্য বিভিন্ন রাজ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। আর ৩ জন নমিনেটড সদস্য হবেন।

 

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

কেন্দ্রীয় হজ কমিটির নয়া কমিটি ৩ বছরের জন্য করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের গেজেটে জানানো হয়েছে। এরাজ্য থেকে নয়া কমিটিতে সদস্য হয়েছেন রাজ্য বিজেপির নেত্রী মাফুজা খাতুন। এছাড়াও রয়েছেন, রাজ্য সভার সাংসদ সৈয়দ জাফর ইসলাম। জম্মু কাশ্মীর থেকে শিয়া সম্প্রদায়ের আজিজ হোসানি রাঠোর, রাজস্থান থেকে হেদায়েত খান , ধলিয়া, তামিলনাডু থেকে শিয়া সম্প্রদায়ের এস মোনোয়ারী বেগম, কেরালা থেকে এপি আবদুল্লাহ কুট্টি, মহারাষ্ট্র থেকে শিয়া সম্প্রদায়ের জইনুদ্দিন মহসিন ভাই জাভেরি। এছাড়াও নয়া কমিটিতে চার জন সরকারী আমলা রয়েছেন।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রককে নয়া কমিটিতে জায়গা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে মাফুজা খাতুন বলেন, ২০০৬ সাল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য ছিলাম, কাজেই পূর্বের অভিজ্ঞতা রয়েছে। চেষ্টা করব এরাজ্যের হজ সংক্রান্ত সমস্যাগুলি কেন্দ্রীয় হজ কমিটি এবং কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকে তোলা হবে। মাফুজা বলেন, হজ সংক্রান্ত বিষয়ে বহু সমস্যা রয়েছে, সেগুলি তুলে ধরাই প্রধান লক্ষ্য হবে। তিনি বলেন, মহিলারা পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়ার ব্যবস্থা প্রথম ২০১৯ সালে শুরু হয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রথম এই সুযোগ করে দিয়েছেন বলে তিনি জানান। ২০২২-এর হজ সংক্রান্ত চুড়ান্ত বৈঠক আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিনই সমস্ত কোটা বিষয় জানা যাবে বলে আশা প্রকাশ করেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়া কেন্দ্রীয় হজ কমিটি ঘোষণা – রাজ্য থেকে সদস্য মাফুজা খাতুন

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

আবদুল ওদুদ : করোনা পরিস্থিতির কারনে গত ২ বছর তেমনভাবে হজযাত্রার কর্মসূচী গ্রহণ করতে পারেনি। ভারত থেকেও দু বছর কোন হজযাত্রী হজ সমাপন করতে পবিত্রভূমি মক্কায় যেতে পারেননি। গত দু বছর হজের যাবতীয় কাজকর্মের দিক থেকে পিছিয়ে ছিল। এবছর আগের মতোই হজ পালন হবে সউদি সকরা জানিয়ে দিয়েছে। সেই কাজকর্ম যথাযত পালনের জন্য নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। গত শুক্রবার নতুন কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। নয়া কমিটিতে ২৩ জন স্থান পেয়েছেন, কিন্তু ১১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯ জন সদস্য বিভিন্ন রাজ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। আর ৩ জন নমিনেটড সদস্য হবেন।

 

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

কেন্দ্রীয় হজ কমিটির নয়া কমিটি ৩ বছরের জন্য করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের গেজেটে জানানো হয়েছে। এরাজ্য থেকে নয়া কমিটিতে সদস্য হয়েছেন রাজ্য বিজেপির নেত্রী মাফুজা খাতুন। এছাড়াও রয়েছেন, রাজ্য সভার সাংসদ সৈয়দ জাফর ইসলাম। জম্মু কাশ্মীর থেকে শিয়া সম্প্রদায়ের আজিজ হোসানি রাঠোর, রাজস্থান থেকে হেদায়েত খান , ধলিয়া, তামিলনাডু থেকে শিয়া সম্প্রদায়ের এস মোনোয়ারী বেগম, কেরালা থেকে এপি আবদুল্লাহ কুট্টি, মহারাষ্ট্র থেকে শিয়া সম্প্রদায়ের জইনুদ্দিন মহসিন ভাই জাভেরি। এছাড়াও নয়া কমিটিতে চার জন সরকারী আমলা রয়েছেন।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রককে নয়া কমিটিতে জায়গা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে মাফুজা খাতুন বলেন, ২০০৬ সাল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য ছিলাম, কাজেই পূর্বের অভিজ্ঞতা রয়েছে। চেষ্টা করব এরাজ্যের হজ সংক্রান্ত সমস্যাগুলি কেন্দ্রীয় হজ কমিটি এবং কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকে তোলা হবে। মাফুজা বলেন, হজ সংক্রান্ত বিষয়ে বহু সমস্যা রয়েছে, সেগুলি তুলে ধরাই প্রধান লক্ষ্য হবে। তিনি বলেন, মহিলারা পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়ার ব্যবস্থা প্রথম ২০১৯ সালে শুরু হয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রথম এই সুযোগ করে দিয়েছেন বলে তিনি জানান। ২০২২-এর হজ সংক্রান্ত চুড়ান্ত বৈঠক আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিনই সমস্ত কোটা বিষয় জানা যাবে বলে আশা প্রকাশ করেন।