০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগটুই কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার মূল অভিযুক্ত লালন সেখের শ্বশুর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার
  • / 84

পুবের কলম, ওয়েবডেস্ক: বীরভূমের বগটুই কাণ্ডে এবার অভিযুক্ত লালন শেখের শ্বশুর সমীর শেখকে গ্রেফতার করল সিবিআই। তৃণমূল পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখ খুনের ঘটনা দিন রাতেই তাণ্ডব চালায় একাধিক দুষ্কৃতী। ঘটনায় প্রথমেই আটজনের মৃত্যু হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, প্রথমে তাদের কোপানো হয়, পরে সেই বাড়ি অগ্নি সংযোগ করে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে  শেখলাল সেখ-এর স্ত্রী নাজেমা বিবির মৃত্যু হয়।

ঘটনায় লালন শেখের শ্বশুর সমীর সেখ জানিয়েছিলেন রাত দেড়টা দুটো নাগাদ তার  জামাই এবং তাঁর কয়েক জন  সঙ্গীকে বাড়িতে ঢুকতে দেখেন।এর খানিক পরেই সকলে বেরিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ লালন শেখ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীরি ডাক্তারি পড়ুয়াকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

বগটুই গণহত্যায় এই বয়ান খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ভাদু শেখ খুনের ঘটনায় লালন শেখ মূল অভিযুক্ত। পুলিশেও যে এফআইআর দায়ের হয়েছে তাতেও লালন শেখ এবং তার দলের নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধী নামে কুখ্যাতি রয়েছে লালনের। ভাদুর দাদা-র ডানহাত বলেও পরিচিত ছিল লালন। জেরায় আরও স্পষ্ট হয় যে সমীর শেখ বহু জিনিস আড়াল করার চেষ্টা করছেন যার সঙ্গে বগটুই গণহত্যার গভীর যোগ রয়েছে। এরপরই সিবিআই সমীর শেখকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তথ্য গোপন এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

ভাদু সেখের খুনের তদন্তে সিবিআইয়ের একটি দল রবিবার বগটুই গ্রামে নিহত ভাদু সেখের বাড়িতে হাজির হয়। যদিও ঘরে কেউ না থাকায় তারা বাড়িতে ঢোকে নি। ভাদু সেখের বাড়ির সামনের দিকে কয়টি সিসিটিভি আছে, তা খতিয়ে দেখে চলে যায়। অন্যদিকে অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে মিহিলাল সেখকে ডেকে পাঠায় সিবিআই। এব্যাপারে মিহিলাল সেখ জানান, অফিসাররা তার কাছ থেকে তার পরিবারের অগ্নিদগ্ধ মৃত সদস্যদের ছবি চান। সেটাই  দিতে গেয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুই কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার মূল অভিযুক্ত লালন সেখের শ্বশুর

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বীরভূমের বগটুই কাণ্ডে এবার অভিযুক্ত লালন শেখের শ্বশুর সমীর শেখকে গ্রেফতার করল সিবিআই। তৃণমূল পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখ খুনের ঘটনা দিন রাতেই তাণ্ডব চালায় একাধিক দুষ্কৃতী। ঘটনায় প্রথমেই আটজনের মৃত্যু হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, প্রথমে তাদের কোপানো হয়, পরে সেই বাড়ি অগ্নি সংযোগ করে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে  শেখলাল সেখ-এর স্ত্রী নাজেমা বিবির মৃত্যু হয়।

ঘটনায় লালন শেখের শ্বশুর সমীর সেখ জানিয়েছিলেন রাত দেড়টা দুটো নাগাদ তার  জামাই এবং তাঁর কয়েক জন  সঙ্গীকে বাড়িতে ঢুকতে দেখেন।এর খানিক পরেই সকলে বেরিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ লালন শেখ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীরি ডাক্তারি পড়ুয়াকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

বগটুই গণহত্যায় এই বয়ান খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ভাদু শেখ খুনের ঘটনায় লালন শেখ মূল অভিযুক্ত। পুলিশেও যে এফআইআর দায়ের হয়েছে তাতেও লালন শেখ এবং তার দলের নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধী নামে কুখ্যাতি রয়েছে লালনের। ভাদুর দাদা-র ডানহাত বলেও পরিচিত ছিল লালন। জেরায় আরও স্পষ্ট হয় যে সমীর শেখ বহু জিনিস আড়াল করার চেষ্টা করছেন যার সঙ্গে বগটুই গণহত্যার গভীর যোগ রয়েছে। এরপরই সিবিআই সমীর শেখকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তথ্য গোপন এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

ভাদু সেখের খুনের তদন্তে সিবিআইয়ের একটি দল রবিবার বগটুই গ্রামে নিহত ভাদু সেখের বাড়িতে হাজির হয়। যদিও ঘরে কেউ না থাকায় তারা বাড়িতে ঢোকে নি। ভাদু সেখের বাড়ির সামনের দিকে কয়টি সিসিটিভি আছে, তা খতিয়ে দেখে চলে যায়। অন্যদিকে অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে মিহিলাল সেখকে ডেকে পাঠায় সিবিআই। এব্যাপারে মিহিলাল সেখ জানান, অফিসাররা তার কাছ থেকে তার পরিবারের অগ্নিদগ্ধ মৃত সদস্যদের ছবি চান। সেটাই  দিতে গেয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির