০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ পালাতে পারেন পাক আমলারা, বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে পাকিস্থানের প্রধানমন্ত্রী হিসেবে শেষ হয়েছে ইমরান খানের ইনিংস। প্রধানমন্ত্রী হিসেবে পাক মসনদে আসার সম্ভাবনা নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আপাতত রয়েছেন লন্ডনে। এখনও রাজনৈতিক স্থিতাবস্থা ফেরেনি সেই দেশে। এমতবস্থায় কোন পাকিস্তানি আমলা যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারেন তার জন্য জারি করা হল হাই অ্যালার্ট।

এই অ্যালার্ট জারি করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিং এজেন্সি বা এফআইএ। বিমানবন্দরের সকল কর্মীদের সতর্ক করা হয়েছে কেউ যেন বিদেশ পালাতে না পারেন। নো অবজেকসন সার্টিফিকেট ছাড়া কাউকে দেশত্যাগের অনুমতি দেওয়া হবেনা। ইমরান ক্ষমত্যাচ্যুত হওয়ার পরেই এই সিন্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

 

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট

উল্লেখ্য গত সপ্তাহেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ট বান্ধবী ফারহা খান দুবাই চলে যান।নয়া সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হতে পারেন। এই আশঙ্কা থেকেই তড়িঘড়ি দেশ ছাড়েন ফারহার স্বামী এহসান জামিল  গুজ্জর পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে।

আরও পড়ুন: গণেশ পুজোর আগে সন্ত্রাসের কালো ছায়া! ফের হুমকি ফোন মুম্বাইতে, জারি হাই অ্যাল্যার্ট    

বিরোধীদের অভিযোগ প্রায় ৬০০ কোটি পাকিস্তান টাকা আত্মসাৎ করেছেন তিনি। পাকিস্তানি আমলাদের পছন্দমাফিক বদলি এবং পদোন্নতির জন্য তিনি এই টাকা নিতেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশ পালাতে পারেন পাক আমলারা, বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে পাকিস্থানের প্রধানমন্ত্রী হিসেবে শেষ হয়েছে ইমরান খানের ইনিংস। প্রধানমন্ত্রী হিসেবে পাক মসনদে আসার সম্ভাবনা নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আপাতত রয়েছেন লন্ডনে। এখনও রাজনৈতিক স্থিতাবস্থা ফেরেনি সেই দেশে। এমতবস্থায় কোন পাকিস্তানি আমলা যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারেন তার জন্য জারি করা হল হাই অ্যালার্ট।

এই অ্যালার্ট জারি করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিং এজেন্সি বা এফআইএ। বিমানবন্দরের সকল কর্মীদের সতর্ক করা হয়েছে কেউ যেন বিদেশ পালাতে না পারেন। নো অবজেকসন সার্টিফিকেট ছাড়া কাউকে দেশত্যাগের অনুমতি দেওয়া হবেনা। ইমরান ক্ষমত্যাচ্যুত হওয়ার পরেই এই সিন্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

 

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট

উল্লেখ্য গত সপ্তাহেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ট বান্ধবী ফারহা খান দুবাই চলে যান।নয়া সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হতে পারেন। এই আশঙ্কা থেকেই তড়িঘড়ি দেশ ছাড়েন ফারহার স্বামী এহসান জামিল  গুজ্জর পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে।

আরও পড়ুন: গণেশ পুজোর আগে সন্ত্রাসের কালো ছায়া! ফের হুমকি ফোন মুম্বাইতে, জারি হাই অ্যাল্যার্ট    

বিরোধীদের অভিযোগ প্রায় ৬০০ কোটি পাকিস্তান টাকা আত্মসাৎ করেছেন তিনি। পাকিস্তানি আমলাদের পছন্দমাফিক বদলি এবং পদোন্নতির জন্য তিনি এই টাকা নিতেন।