০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 35

ওবাইদুল্লা লস্কর,মগরাহাট: মঙ্গলবার বাল্য বিবাহ,মানব পাচার এবং   নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মগরাহাট ২ উন্নয়ন ব্লক ও মগরাহাট ২   পঞ্চায়েত সমিতির উদ্দোগে আয়োজিত হয় এই সচেতনতা শিবির।

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে

আরও পড়ুন: সাইবার প্রতারণা থেকে বাঁচতে মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সচেতনতা শিবির হাওড়ায়

উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, এডিএম শঙ্খ সাঁতরা, মহকুমাশাসক অঞ্জন ঘোষ, বিধায়ক নমিতা সাহা, বিডিও শেখ আবদুল্লাহ, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ হায়দার আলী মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ কুমার হালদার, মগরাহাট থানার এসআই আরিফ আহমেদ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশ্মীরা খাতুন, ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন ঘোষ, সহ  অন্যান্যরা। উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্যে বাল্য বিবাহ, নারী নিগ্রহের সামাজিক কুপ্রভাবের ওপরে আলোকপাত করেন। উপস্থাপন করা হয় একটা ছোট্ট নাটিকাও।

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার

ওবাইদুল্লা লস্কর,মগরাহাট: মঙ্গলবার বাল্য বিবাহ,মানব পাচার এবং   নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মগরাহাট ২ উন্নয়ন ব্লক ও মগরাহাট ২   পঞ্চায়েত সমিতির উদ্দোগে আয়োজিত হয় এই সচেতনতা শিবির।

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে

আরও পড়ুন: সাইবার প্রতারণা থেকে বাঁচতে মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সচেতনতা শিবির হাওড়ায়

উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, এডিএম শঙ্খ সাঁতরা, মহকুমাশাসক অঞ্জন ঘোষ, বিধায়ক নমিতা সাহা, বিডিও শেখ আবদুল্লাহ, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ হায়দার আলী মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ কুমার হালদার, মগরাহাট থানার এসআই আরিফ আহমেদ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশ্মীরা খাতুন, ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন ঘোষ, সহ  অন্যান্যরা। উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্যে বাল্য বিবাহ, নারী নিগ্রহের সামাজিক কুপ্রভাবের ওপরে আলোকপাত করেন। উপস্থাপন করা হয় একটা ছোট্ট নাটিকাও।

বাল্য বিবাহ,মানব পাচার এবং নারী নিগ্ৰহের বিরুদ্ধে সচেতনতা শিবির মগরাহাটে