০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় ৪ সপ্তাহ স্থগিতাদেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ এপ্রিল ২০২২, বুধবার
  • / 198

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহ তাঁকে আর সিবিআই দফতরে যেতে হবে না। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার জরুরি ভিত্তিতে শুনানি হয় এবং আজ বুধবার পর্যন্ত স্বস্তি দিয়েছিল হাইকোর্ট। এবার ফের চার সপ্তাহ সময় পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন: চোরাকারবারিদের সঙ্গে আঁতাত, যোগী রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশ কর্মী

আদালতের আরও নির্দেশ, তাদের অনুমতি ছাড়া সিবিআই আপাতত স্কুল সার্ভিস কমিশনের মামলার ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারবে না। গ্রুপ-সির নিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানও চালাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি।

আরও পড়ুন: SIR শুরুর আগেই রাজ্যের বহু বুথ লেভেল অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সেদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। শুধু তাই নয় প্রয়োজনে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছিল বুধবার ফের শুনানি হবে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

যথারীতি বুধবার শুনানি হয় এবং চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় ৪ সপ্তাহ স্থগিতাদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহ তাঁকে আর সিবিআই দফতরে যেতে হবে না। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার জরুরি ভিত্তিতে শুনানি হয় এবং আজ বুধবার পর্যন্ত স্বস্তি দিয়েছিল হাইকোর্ট। এবার ফের চার সপ্তাহ সময় পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন: চোরাকারবারিদের সঙ্গে আঁতাত, যোগী রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশ কর্মী

আদালতের আরও নির্দেশ, তাদের অনুমতি ছাড়া সিবিআই আপাতত স্কুল সার্ভিস কমিশনের মামলার ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারবে না। গ্রুপ-সির নিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানও চালাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি।

আরও পড়ুন: SIR শুরুর আগেই রাজ্যের বহু বুথ লেভেল অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সেদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। শুধু তাই নয় প্রয়োজনে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছিল বুধবার ফের শুনানি হবে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

যথারীতি বুধবার শুনানি হয় এবং চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।