০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন হতে পারে ২৫ বৈশাখ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক­ বারবার পিছোচ্ছে শিয়ালদহর মেট্রোর রুট উদ্বধনের কাজ। এই পরিস্থিতিতে খোদ বিরক্ত মেট্রোর জিএম। তাঁর উদ্যোগে আপাতত স্থির হয়েছে অবশেষে ২৫ বৈশাখ  শিয়ালদহর মেট্রোর রুট উদ্বোধন হবে। গত মাসের ১৭ এবং ১৮ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান। সেইসময় একাধিক কাজে ত্রুটি ধরা পড়েছিল। এক মাস কেটে গেলেও  পুরোপুরিভাবে সেই কাজ শেষ হয়নি। স্বভাবতই পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো যায়নি। আর এতেই পিছিয়ে যায় উদ্বোধনের কাজ। প্রাথমিকভাবে পয়লা জানুয়ারি উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোর সঙ্গে মেইন লাইনের যাত্রীদের যাতায়াতের জন্য চালুর পথে ভূগর্ভ পথ

তারপর পিছিয়ে করা হয়েছিল পয়লা বৈশাখ। এবার ২৫ বৈশাখ ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে সেদিনও আদৌও উদ্বোধন করা যাবে কিনা– তা নিয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করেছেন  আধিকারিকদের একাংশ। সূত্রের খবর– উদ্বধনে দেরি হওয়ায় মেট্রো ভবনের বৈঠকে বিরক্তি প্রকাশ করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। প্রকল্পের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের কর্তাদের থেকে জানতে চান অল্পবিস্তর ত্রুটি সারানোর কাজে  কেন এত সময় লাগছে। সেইসঙ্গে কী কী কাজ এখনও বাকি আছে– তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন।  জানা গিয়েছে– সব খতিয়ে দেখে ২৫ বৈশাখ উদ্বোধনের দিন আপাততভাবে ঠিক হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওইদিনই শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।

আরও পড়ুন: দায়সারা আমন্ত্রণ, শিয়ালদহ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন না অরূপ

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে ঘিরে রাজনীতি করছে কেন্দ্র: ফিরহাদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন হতে পারে ২৫ বৈশাখ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক­ বারবার পিছোচ্ছে শিয়ালদহর মেট্রোর রুট উদ্বধনের কাজ। এই পরিস্থিতিতে খোদ বিরক্ত মেট্রোর জিএম। তাঁর উদ্যোগে আপাতত স্থির হয়েছে অবশেষে ২৫ বৈশাখ  শিয়ালদহর মেট্রোর রুট উদ্বোধন হবে। গত মাসের ১৭ এবং ১৮ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান। সেইসময় একাধিক কাজে ত্রুটি ধরা পড়েছিল। এক মাস কেটে গেলেও  পুরোপুরিভাবে সেই কাজ শেষ হয়নি। স্বভাবতই পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো যায়নি। আর এতেই পিছিয়ে যায় উদ্বোধনের কাজ। প্রাথমিকভাবে পয়লা জানুয়ারি উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোর সঙ্গে মেইন লাইনের যাত্রীদের যাতায়াতের জন্য চালুর পথে ভূগর্ভ পথ

তারপর পিছিয়ে করা হয়েছিল পয়লা বৈশাখ। এবার ২৫ বৈশাখ ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে সেদিনও আদৌও উদ্বোধন করা যাবে কিনা– তা নিয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করেছেন  আধিকারিকদের একাংশ। সূত্রের খবর– উদ্বধনে দেরি হওয়ায় মেট্রো ভবনের বৈঠকে বিরক্তি প্রকাশ করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। প্রকল্পের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের কর্তাদের থেকে জানতে চান অল্পবিস্তর ত্রুটি সারানোর কাজে  কেন এত সময় লাগছে। সেইসঙ্গে কী কী কাজ এখনও বাকি আছে– তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন।  জানা গিয়েছে– সব খতিয়ে দেখে ২৫ বৈশাখ উদ্বোধনের দিন আপাততভাবে ঠিক হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওইদিনই শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।

আরও পড়ুন: দায়সারা আমন্ত্রণ, শিয়ালদহ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন না অরূপ

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে ঘিরে রাজনীতি করছে কেন্দ্র: ফিরহাদ