০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট বাছতে আজ ২য় দফায় ভোট ফ্রান্সে

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 12

পুবের কলম প্রতিবেদকঃ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার ‘রান-অফ’ ভোটিং ব্যবস্থার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে নিজ নিজ দলের প্রচার শেষ করেছেন মধ্যপন্থী ম্যাক্রোঁ ও উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য প্যাঁ। রান-অফ ভোটে ম্যাক্রোঁর পুননির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। জনপ্রিয়তার বিচারে এমন ইঙ্গিত রয়েছে যে তিনি মেরিনের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কে নিজের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করেছেন। এদিকে, ল্য প্যাঁর জয় গোটা ইউরোপ জুড়ে হতাশা তৈরি করবে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ বামপন্থী ইইউ নেতারা ম্যাক্রোঁকে বেছে নেওয়ার জন্য ফ্রান্সের জনগনের কাছে অনুরোধ করেছেন। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনে ল্য প্যাঁ বিজয়ী হলে তিনি হবেন আধুনিক ফ্রান্সের প্রথম চরম ডানপন্থী নেতা এবং নারী প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ নির্বাচিত হলে তিনি হবেন দুই দশকের মধ্যে প্রথম পুনরায় নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের মূল ভূখন্ডে রবিবার গ্রীনিচ মান সময় ৬টায় ভোট শুরু হবে এবং ১২ ঘণ্টা পর বন্ধ হবে। তবে ল্য প্যাঁ বা ম্যাক্রোঁ যেই ক্ষমতায় আসুন না কেন, দুজনের কেউই মুসলিমদের প্রতি সহানুভূতিশীল নন বরং মুসলিমদের কোণঠাসা করার দিকেই তাদের নজর। ফলে আগামীকালের ভোট নিয়ে চরম অস্বস্তিতে ফরাসি মুসলিমরা। দেশটিতে আনুমানিক ৬০ লক্ষ মুসলমান রয়েছে। ভোটের ক্ষেত্রে তারা বড় একটি ফ্যাক্টর। উভয় প্রার্থীই তাদের প্রচারণায় ধর্মকে হাতিয়ার করেছেন। তবে এ প্রচারণার পুরোটাই গেছে মুসলিমদের বিরুদ্ধে। ফ্রান্সের মুসলিমরা বলছেন, তাদের জন্য এই ভোট চরম অস্বস্তিকর। বলতে গেলে এটি ‘সবচেয়ে কম খারাপ’ বিকল্প বেছে নেওয়ার মতো একটি অবস্থা। কারণ ইতিমধ্যেই ডানপন্থী নেত্রী ল্য প্যাঁ ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন, হালালভাবে পশু জবাই নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে গত কয়েক বছরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ম্যাক্রোঁ সব ইস্যুতেই মুসলিমবিরোধী অবস্থান নিয়েছেন। তার আমলে ফ্রান্সের বহু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিমদের ওপর অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অবমাননা হয়েছে নবী মুহাম্মদ সা.র। এ অবস্থায় মুসলমানরা কাকে ভোট দেবেন, তা নিয়ে সবাই চিন্তিত। প্যারিসের বিশ্ববিদ্যালয় নাইমা ছাত্রী বলেন, তিনি লে প্যাঁকে দ্বিতীয় রাউন্ডে আসতে বাধা দেয়ার জন্য প্রথম রাউন্ডে বামপন্থী প্রার্থী জিন-লুক মেলেনচনকে ভোট দিয়েছিলেন। কিন্তু ম্যাক্রোঁ এবং প্যাঁ দুই বিদ্বেষী নেতাই চূড়ান্ত রাউন্ডে প্রার্থী হিসেবে আছেন। বিষয়টি নাইমাকে ভাবাচ্ছে। তিনি লেন ম্যাক্রোঁ পুনরায় নির্বাচিত হলে ফ্রান্সের মুসলিমদের পক্ষে ভালো কিছু হবে না, কিন্তু ল্য প্যাঁ সরকারের অধীনে জীবন নিঃসন্দেহে আরও খারাপ হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেসিডেন্ট বাছতে আজ ২য় দফায় ভোট ফ্রান্সে

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার ‘রান-অফ’ ভোটিং ব্যবস্থার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে নিজ নিজ দলের প্রচার শেষ করেছেন মধ্যপন্থী ম্যাক্রোঁ ও উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য প্যাঁ। রান-অফ ভোটে ম্যাক্রোঁর পুননির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। জনপ্রিয়তার বিচারে এমন ইঙ্গিত রয়েছে যে তিনি মেরিনের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কে নিজের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করেছেন। এদিকে, ল্য প্যাঁর জয় গোটা ইউরোপ জুড়ে হতাশা তৈরি করবে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ বামপন্থী ইইউ নেতারা ম্যাক্রোঁকে বেছে নেওয়ার জন্য ফ্রান্সের জনগনের কাছে অনুরোধ করেছেন। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনে ল্য প্যাঁ বিজয়ী হলে তিনি হবেন আধুনিক ফ্রান্সের প্রথম চরম ডানপন্থী নেতা এবং নারী প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ নির্বাচিত হলে তিনি হবেন দুই দশকের মধ্যে প্রথম পুনরায় নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের মূল ভূখন্ডে রবিবার গ্রীনিচ মান সময় ৬টায় ভোট শুরু হবে এবং ১২ ঘণ্টা পর বন্ধ হবে। তবে ল্য প্যাঁ বা ম্যাক্রোঁ যেই ক্ষমতায় আসুন না কেন, দুজনের কেউই মুসলিমদের প্রতি সহানুভূতিশীল নন বরং মুসলিমদের কোণঠাসা করার দিকেই তাদের নজর। ফলে আগামীকালের ভোট নিয়ে চরম অস্বস্তিতে ফরাসি মুসলিমরা। দেশটিতে আনুমানিক ৬০ লক্ষ মুসলমান রয়েছে। ভোটের ক্ষেত্রে তারা বড় একটি ফ্যাক্টর। উভয় প্রার্থীই তাদের প্রচারণায় ধর্মকে হাতিয়ার করেছেন। তবে এ প্রচারণার পুরোটাই গেছে মুসলিমদের বিরুদ্ধে। ফ্রান্সের মুসলিমরা বলছেন, তাদের জন্য এই ভোট চরম অস্বস্তিকর। বলতে গেলে এটি ‘সবচেয়ে কম খারাপ’ বিকল্প বেছে নেওয়ার মতো একটি অবস্থা। কারণ ইতিমধ্যেই ডানপন্থী নেত্রী ল্য প্যাঁ ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন, হালালভাবে পশু জবাই নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে গত কয়েক বছরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ম্যাক্রোঁ সব ইস্যুতেই মুসলিমবিরোধী অবস্থান নিয়েছেন। তার আমলে ফ্রান্সের বহু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিমদের ওপর অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অবমাননা হয়েছে নবী মুহাম্মদ সা.র। এ অবস্থায় মুসলমানরা কাকে ভোট দেবেন, তা নিয়ে সবাই চিন্তিত। প্যারিসের বিশ্ববিদ্যালয় নাইমা ছাত্রী বলেন, তিনি লে প্যাঁকে দ্বিতীয় রাউন্ডে আসতে বাধা দেয়ার জন্য প্রথম রাউন্ডে বামপন্থী প্রার্থী জিন-লুক মেলেনচনকে ভোট দিয়েছিলেন। কিন্তু ম্যাক্রোঁ এবং প্যাঁ দুই বিদ্বেষী নেতাই চূড়ান্ত রাউন্ডে প্রার্থী হিসেবে আছেন। বিষয়টি নাইমাকে ভাবাচ্ছে। তিনি লেন ম্যাক্রোঁ পুনরায় নির্বাচিত হলে ফ্রান্সের মুসলিমদের পক্ষে ভালো কিছু হবে না, কিন্তু ল্য প্যাঁ সরকারের অধীনে জীবন নিঃসন্দেহে আরও খারাপ হবে।