০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষ্যে তিনদিন পরীক্ষা স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 49

পুবের কলম প্রতিবেদকঃ ছাত্রছাত্রীদের দাবি মেনে ঈদের আগে ও পরের দুদিন পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ঈদের আগে অথবা পরের দিন কোনও পরীক্ষা রাখা হবে না। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

উপাচার্য সুরঞ্জন দাস জানান, ২-৪ ও ৫ মে ঈদ উপলক্ষে বিভাগীয় প্রধানদের পরীক্ষা না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যের কাছে ইমেল পাঠিয়ে ঈদের আগে ও পরে পরীক্ষা না রাখার আবেদন জানান। তাঁর আবেদনকে সাড়া দিয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে ওই তিন দিন পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য।

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

এক মাসের রোযা পালনের শেষে আগামী ৩ মে রয়েছে ঈদ উৎসব। দেশজুড়ে পালিত হয় ঈদ উৎসব। মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এই উৎসবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হলে পড়ুয়াদের পক্ষে বিশেষ সুবিধা হবে। পরীক্ষা বন্ধ রাখার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের পাশাপাশি বিশিষ্ট মহলও।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

এ দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কারিগরি শিক্ষা দফতরও পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি কলেজেও পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রছাত্রী ও পড়ুয়ারা।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জোরদার প্রস্তুতি পুরনিগমের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ উপলক্ষ্যে তিনদিন পরীক্ষা স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ ছাত্রছাত্রীদের দাবি মেনে ঈদের আগে ও পরের দুদিন পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ঈদের আগে অথবা পরের দিন কোনও পরীক্ষা রাখা হবে না। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

উপাচার্য সুরঞ্জন দাস জানান, ২-৪ ও ৫ মে ঈদ উপলক্ষে বিভাগীয় প্রধানদের পরীক্ষা না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যের কাছে ইমেল পাঠিয়ে ঈদের আগে ও পরে পরীক্ষা না রাখার আবেদন জানান। তাঁর আবেদনকে সাড়া দিয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে ওই তিন দিন পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য।

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

এক মাসের রোযা পালনের শেষে আগামী ৩ মে রয়েছে ঈদ উৎসব। দেশজুড়ে পালিত হয় ঈদ উৎসব। মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এই উৎসবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হলে পড়ুয়াদের পক্ষে বিশেষ সুবিধা হবে। পরীক্ষা বন্ধ রাখার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের পাশাপাশি বিশিষ্ট মহলও।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

এ দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কারিগরি শিক্ষা দফতরও পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি কলেজেও পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রছাত্রী ও পড়ুয়ারা।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জোরদার প্রস্তুতি পুরনিগমের