০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রী হয়রানি রুখতে অ্যাপ-ক্যাবের উপর নজরদারি চালাবে পরিবহণ দফতর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক: অ্যাপ-ক্যাবে অনেক সময় যাত্রীরা হয়রানির শিকার হন। কিন্তু সেই সংস্থাকে জানিয়ে অনেক ক্ষেত্রেই সুরাহা হয় না। তাই মানুষের স্বার্থে এবার অ্যাপ-ক্যাবের উপর নজরদারি চালাবে রাজ্যের পরিবহণ দফতর। সব ঠিক থাকলে সম্ভবত আগামী ৪ মে থেকেই অ্যাপ-ক্যাব সংস্থাগুলির উপর নজরদারি শুরু করবে পরিবহণ দফতর। গত মার্চ মাসে এমনই একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য। তাতে বলা হয়েছিল , অ্যাপ-ক্যাবের উপর বেশ কিছু নিষেধ আরোপিত হবে। সরকারিভাবে ঠিক হয়েছিল যে মে মাসের প্রথম থেকে মূলত নির্দেশিকা কার্যকর হবে।

জানা গিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর অ্যাপ-ক্যাব সংস্থাগুলির সফট্ওয়্যারে সরাসরি নজর রাখতে পারবে। এক বার ক্লিক করেই অ্যাপ-ক্যাবের সংস্থাগুলির উপর নজর রাখতে পারবে পরিবহণ দফতর। এর জন্য সম্প্রতি অ্যাপ-ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

রাজ্য পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে, এতো দিন অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে যাত্রী সাধারণের সমস্যার কোনো প্রতিকার সরকারের কাছে ছিল না। এবার থেকে যাত্রীরা সুবিচার পাবেন।

এছাড়াও অ্যাপ-ক্যাব সংস্থা গাড়ির চালকদের প্রাপ্য ঠিকমতো দিতেন না বলে অভিযোগ উঠত। সেই অভিযোগও নিরসনের বন্দোবস্ত করবে রাজ্য। ৪ মে থেকে পরিবহণ দফতরের এই নির্দেশিকা অ্যাপ-ক্যাব সংস্থাগুলি মেনে চলছে কিনা, তার দিকে নজর রাখবে কলকাতা পুলিশ ও পরিবহণ দফতর। সরকারি নির্দেশ না মানলে কড়া শাস্তির পথে হাঁটবে পরিবহণ দফতর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাত্রী হয়রানি রুখতে অ্যাপ-ক্যাবের উপর নজরদারি চালাবে পরিবহণ দফতর

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: অ্যাপ-ক্যাবে অনেক সময় যাত্রীরা হয়রানির শিকার হন। কিন্তু সেই সংস্থাকে জানিয়ে অনেক ক্ষেত্রেই সুরাহা হয় না। তাই মানুষের স্বার্থে এবার অ্যাপ-ক্যাবের উপর নজরদারি চালাবে রাজ্যের পরিবহণ দফতর। সব ঠিক থাকলে সম্ভবত আগামী ৪ মে থেকেই অ্যাপ-ক্যাব সংস্থাগুলির উপর নজরদারি শুরু করবে পরিবহণ দফতর। গত মার্চ মাসে এমনই একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য। তাতে বলা হয়েছিল , অ্যাপ-ক্যাবের উপর বেশ কিছু নিষেধ আরোপিত হবে। সরকারিভাবে ঠিক হয়েছিল যে মে মাসের প্রথম থেকে মূলত নির্দেশিকা কার্যকর হবে।

জানা গিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর অ্যাপ-ক্যাব সংস্থাগুলির সফট্ওয়্যারে সরাসরি নজর রাখতে পারবে। এক বার ক্লিক করেই অ্যাপ-ক্যাবের সংস্থাগুলির উপর নজর রাখতে পারবে পরিবহণ দফতর। এর জন্য সম্প্রতি অ্যাপ-ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

রাজ্য পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে, এতো দিন অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে যাত্রী সাধারণের সমস্যার কোনো প্রতিকার সরকারের কাছে ছিল না। এবার থেকে যাত্রীরা সুবিচার পাবেন।

এছাড়াও অ্যাপ-ক্যাব সংস্থা গাড়ির চালকদের প্রাপ্য ঠিকমতো দিতেন না বলে অভিযোগ উঠত। সেই অভিযোগও নিরসনের বন্দোবস্ত করবে রাজ্য। ৪ মে থেকে পরিবহণ দফতরের এই নির্দেশিকা অ্যাপ-ক্যাব সংস্থাগুলি মেনে চলছে কিনা, তার দিকে নজর রাখবে কলকাতা পুলিশ ও পরিবহণ দফতর। সরকারি নির্দেশ না মানলে কড়া শাস্তির পথে হাঁটবে পরিবহণ দফতর।