০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেমিকন্ডাক্টর সেক্টরে ইসরাইলি সংস্থার সঙ্গে মৌ সাক্ষর কর্নাটকের, বিনিয়োগ ২২,৯০০ কোটি টাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ মে ২০২২, সোমবার
  • / 31

পুবের কলম ওয়েবডেস্কঃ সেমিকন্ডাক্টর এবং আইটি হার্ডওয়্যার সেক্টরে এবার পা রাখল কর্নাটক। ইসরায়েলের আইএসএমসি অ্যানালগ ফ্যাব প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি মৌ  স্মারক স্বাক্ষর করেছে কর্নাটক। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের উপস্থিতিতে ২২,৯০০ কোটি টাকার প্রকল্পের এই চুক্তি সম্পাদিত হয়।  এই প্রকল্পে আগামী সাত বছরে ১৫০০ জনের কর্মসংস্থান হবে।  । আইটি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব,  ডক্টর ইভি রমনা রেড্ডি, কর্ণাটকের পক্ষে, আইএসএমসির পরিচালক অজয় ​​জালান প্রমুখ   এই মৌ চুক্তিতে স্বাক্ষর করেছেন।  কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন “কর্নাটক এই  মৌ স্বাক্ষর করেছে এমন একটা সময়ে যখন অন্যান্য অনেক রাজ্য সেমিকন্ডাক্টর ফ্যাব সেক্টরে বিনিয়োগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। রাজ্য সরকার বোঝে যে এটি কেবল ছাড় বা নিছকই বিনিয়োগ নয়।বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্যসরকারের আছে। কর্নাটকের হাতে  সর্বোত্তম পরিকাঠামো  এবং দক্ষ মানবসম্পদ রয়েছে”। উল্লেখ্য কর্নাটক এমন একটা সময় ইসরায়েলের সঙ্গে এই মৌ সাক্ষর করল যখন হিজাব সহ একাধিক ইস্যুতে এই রাজ্য বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

 

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেমিকন্ডাক্টর সেক্টরে ইসরাইলি সংস্থার সঙ্গে মৌ সাক্ষর কর্নাটকের, বিনিয়োগ ২২,৯০০ কোটি টাকা

আপডেট : ২ মে ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সেমিকন্ডাক্টর এবং আইটি হার্ডওয়্যার সেক্টরে এবার পা রাখল কর্নাটক। ইসরায়েলের আইএসএমসি অ্যানালগ ফ্যাব প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি মৌ  স্মারক স্বাক্ষর করেছে কর্নাটক। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের উপস্থিতিতে ২২,৯০০ কোটি টাকার প্রকল্পের এই চুক্তি সম্পাদিত হয়।  এই প্রকল্পে আগামী সাত বছরে ১৫০০ জনের কর্মসংস্থান হবে।  । আইটি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব,  ডক্টর ইভি রমনা রেড্ডি, কর্ণাটকের পক্ষে, আইএসএমসির পরিচালক অজয় ​​জালান প্রমুখ   এই মৌ চুক্তিতে স্বাক্ষর করেছেন।  কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন “কর্নাটক এই  মৌ স্বাক্ষর করেছে এমন একটা সময়ে যখন অন্যান্য অনেক রাজ্য সেমিকন্ডাক্টর ফ্যাব সেক্টরে বিনিয়োগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। রাজ্য সরকার বোঝে যে এটি কেবল ছাড় বা নিছকই বিনিয়োগ নয়।বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্যসরকারের আছে। কর্নাটকের হাতে  সর্বোত্তম পরিকাঠামো  এবং দক্ষ মানবসম্পদ রয়েছে”। উল্লেখ্য কর্নাটক এমন একটা সময় ইসরায়েলের সঙ্গে এই মৌ সাক্ষর করল যখন হিজাব সহ একাধিক ইস্যুতে এই রাজ্য বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

 

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে