০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেদাভেদ ভুলে মগরাহাট – উস্তিতে খুশির ঈদ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার
  • / 30

 

ওবাইদুল্লালস্কর,মগরাহাট ও উস্তি ঃ মাহে রমজান শেষ। মঙ্গলবার মুসলিম মিল্লাতের বার্ষিক প্রধান দু’টি আনন্দ উৎসবের একটি ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য।

আরও পড়ুন: খুশির আবহে কাটবে খুশির ঈদ,  বৃষ্টিস্নাত থাকবে রাজ্য

 

আরও পড়ুন: দ্বিতীয় তালেবান সরকারের আমলে রবিবার আফগানিস্তান জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ

ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় নিয়োজিত থাকার পর তাতে সমাপ্তি ঘটানো ও দিনের বেলায় পানাহারের স্বাভাবিক নিয়মে ফিরে যাওয়া উপলক্ষে আনন্দ উপভোগের ব্যবস্থা দিয়েছে ইসলামী শরিয়ত।ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ

 

একমাস অ‌তিক্রা‌ন্তের পর মঙ্গলবার মেঘলা আকাশের নিচে মগরাহাট দুনম্বর ব্লকের ঈদের নামাজ অনুষ্ঠিত হলো মগরাহাট স্কুল মাঠ ময়দানে। কয়েক হাজার ইসলামী বৃদ্ধ বৃদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মাতেন।

 

ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ

অন্যদিকে উওরকুশুম গ্রাম পঞ্চায়েতের পালিত হলো খুশির ঈদ। ভেদাভেদ গরীব দুঃখি ধনি সবাই একই ছাতায় একই সাথে পালিত করল খুশির ঈদ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেদাভেদ ভুলে মগরাহাট – উস্তিতে খুশির ঈদ

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার

 

ওবাইদুল্লালস্কর,মগরাহাট ও উস্তি ঃ মাহে রমজান শেষ। মঙ্গলবার মুসলিম মিল্লাতের বার্ষিক প্রধান দু’টি আনন্দ উৎসবের একটি ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য।

আরও পড়ুন: খুশির আবহে কাটবে খুশির ঈদ,  বৃষ্টিস্নাত থাকবে রাজ্য

 

আরও পড়ুন: দ্বিতীয় তালেবান সরকারের আমলে রবিবার আফগানিস্তান জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ

ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় নিয়োজিত থাকার পর তাতে সমাপ্তি ঘটানো ও দিনের বেলায় পানাহারের স্বাভাবিক নিয়মে ফিরে যাওয়া উপলক্ষে আনন্দ উপভোগের ব্যবস্থা দিয়েছে ইসলামী শরিয়ত।ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ

 

একমাস অ‌তিক্রা‌ন্তের পর মঙ্গলবার মেঘলা আকাশের নিচে মগরাহাট দুনম্বর ব্লকের ঈদের নামাজ অনুষ্ঠিত হলো মগরাহাট স্কুল মাঠ ময়দানে। কয়েক হাজার ইসলামী বৃদ্ধ বৃদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মাতেন।

 

ভেদাভেদ ভুলে মগরাহাট - উস্তিতে খুশির ঈদ

অন্যদিকে উওরকুশুম গ্রাম পঞ্চায়েতের পালিত হলো খুশির ঈদ। ভেদাভেদ গরীব দুঃখি ধনি সবাই একই ছাতায় একই সাথে পালিত করল খুশির ঈদ।