১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উল্টে গেল বাস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 86

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক  : চলন্ত বাসের মধ্যে তিন যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধরের ঘটনা ঘটল হাওড়ার বালিতে। শুধু তাই নয়, ওই যুবকরা বাসের স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে পালিয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে। ঘটনায় প্রাণে বাঁচেন যাত্রীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ হাওড়া থেকে যাত্রী বোঝাই ৫৬ রুটের একটি বেসরকারি বাস বালির দিকে যাওয়ার পথে ডন বস্কো স্টপেজ থেকে ওই যুবকেরা বাসে ওঠে। কিছুক্ষণ পর নিজেদের মধ্যে তারা অশ্রাব্যভাবে গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদ করেন বাসের অন্যান্য যাত্রীসহ বাসচালক ও কন্ডাক্টর । কন্ডাক্টর তাদের বাস থেকে নেমে যেতে বলে। এই থেকেই বচসা শুরু হয় উভয়পক্ষের মধ্যে। ওই যুবকদের একজন চলন্ত বাসেই, ড্রাইভারকে মারধর শুরু করে এবং গাড়ির স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

উল্টে গেল বাস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের
প্রতীকী ছবি

আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। বাসের যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। সঙ্গেসঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং বালি ট্রাফিক পুলিশের কর্মীরা দ্রুত সেখানে ছুটে আসেন। যাত্রীদের ড্রাইভারের কেবিনের দরজা দিয়ে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই যুবকরা পকেটমার। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই বাসে উঠেছিল। কিন্তু কন্ডাক্টর ও ড্রাইভার তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং বাসটিকে তারা দুর্ঘটনার কবলে ফেলে। এই ঘটনার পরেই তিন যুবক পালিয়ে যায়। পুলিশ চালক, কন্ডাক্টর এবং বাসযাত্রীদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা করছে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পান সব যাত্রী।

আরও পড়ুন: কৈখালিতে বাসে আগুন

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের আভাস 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উল্টে গেল বাস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের

আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক  : চলন্ত বাসের মধ্যে তিন যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধরের ঘটনা ঘটল হাওড়ার বালিতে। শুধু তাই নয়, ওই যুবকরা বাসের স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে পালিয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে। ঘটনায় প্রাণে বাঁচেন যাত্রীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ হাওড়া থেকে যাত্রী বোঝাই ৫৬ রুটের একটি বেসরকারি বাস বালির দিকে যাওয়ার পথে ডন বস্কো স্টপেজ থেকে ওই যুবকেরা বাসে ওঠে। কিছুক্ষণ পর নিজেদের মধ্যে তারা অশ্রাব্যভাবে গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদ করেন বাসের অন্যান্য যাত্রীসহ বাসচালক ও কন্ডাক্টর । কন্ডাক্টর তাদের বাস থেকে নেমে যেতে বলে। এই থেকেই বচসা শুরু হয় উভয়পক্ষের মধ্যে। ওই যুবকদের একজন চলন্ত বাসেই, ড্রাইভারকে মারধর শুরু করে এবং গাড়ির স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

উল্টে গেল বাস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের
প্রতীকী ছবি

আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। বাসের যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। সঙ্গেসঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং বালি ট্রাফিক পুলিশের কর্মীরা দ্রুত সেখানে ছুটে আসেন। যাত্রীদের ড্রাইভারের কেবিনের দরজা দিয়ে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই যুবকরা পকেটমার। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই বাসে উঠেছিল। কিন্তু কন্ডাক্টর ও ড্রাইভার তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং বাসটিকে তারা দুর্ঘটনার কবলে ফেলে। এই ঘটনার পরেই তিন যুবক পালিয়ে যায়। পুলিশ চালক, কন্ডাক্টর এবং বাসযাত্রীদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা করছে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পান সব যাত্রী।

আরও পড়ুন: কৈখালিতে বাসে আগুন

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের আভাস