ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও চোর। ঘটনাটি মগরাহাট থানার হোটরের মাখালতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মাখালতলার স্থানীয় বাসিন্দা গোলাম আব্দুল শেখের বাড়িতে চুরি করতে আসে ২ দুষ্কৃতী। ঘটনায় বাড়ির লোক জানতে পারলে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে যান প্রতিবেশীরা । ঘটনায় ১ দুষ্কৃতী চম্পট দিলেও হাতেনাতে অপর ১ দুষ্কৃতীকে পাকড়াও করে ফেলে এলাকার বাসীন্দারা ।
পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে।
জানাযায়, পাকড়াও হওয়া দুষ্কৃতীর নাম রুলামিন এবং তার সঙ্গে রাজু নামের আরো এক দুষ্কৃতী চুরি করতে এসেছিলো।
অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার এলাকায় চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে হাতেনাতে চোর পাকড়াও করার পর গ্রামবাসীদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

























