০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুরি করতে এসে, হাতেনাতে পাকড়াও চোর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 67

 

ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও চোর। ঘটনাটি মগরাহাট থানার হোটরের মাখালতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মাখালতলার স্থানীয় বাসিন্দা গোলাম আব্দুল শেখের বাড়িতে চুরি করতে আসে ২ দুষ্কৃতী। ঘটনায় বাড়ির লোক জানতে পারলে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে যান প্রতিবেশীরা । ঘটনায় ১ দুষ্কৃতী চম্পট দিলেও হাতেনাতে অপর ১ দুষ্কৃতীকে পাকড়াও করে ফেলে এলাকার বাসীন্দারা ।
পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে।
জানাযায়, পাকড়াও হওয়া দুষ্কৃতীর নাম রুলামিন এবং তার সঙ্গে রাজু নামের আরো এক দুষ্কৃতী চুরি করতে এসেছিলো।
অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার এলাকায় চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে হাতেনাতে চোর পাকড়াও করার পর গ্রামবাসীদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: মগরাহাট শুট আউটের ঘটনায় ভুবনেশ্বর থেকে  গ্রেফতার ২

 

আরও পড়ুন: মগরাহাটে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ

আরও পড়ুন: দিনে দুপুরে ফের গুলি মগরাহাটে, নিহত এক, আহত আরও এক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুরি করতে এসে, হাতেনাতে পাকড়াও চোর

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

 

ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও চোর। ঘটনাটি মগরাহাট থানার হোটরের মাখালতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মাখালতলার স্থানীয় বাসিন্দা গোলাম আব্দুল শেখের বাড়িতে চুরি করতে আসে ২ দুষ্কৃতী। ঘটনায় বাড়ির লোক জানতে পারলে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে যান প্রতিবেশীরা । ঘটনায় ১ দুষ্কৃতী চম্পট দিলেও হাতেনাতে অপর ১ দুষ্কৃতীকে পাকড়াও করে ফেলে এলাকার বাসীন্দারা ।
পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে।
জানাযায়, পাকড়াও হওয়া দুষ্কৃতীর নাম রুলামিন এবং তার সঙ্গে রাজু নামের আরো এক দুষ্কৃতী চুরি করতে এসেছিলো।
অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার এলাকায় চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে হাতেনাতে চোর পাকড়াও করার পর গ্রামবাসীদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: মগরাহাট শুট আউটের ঘটনায় ভুবনেশ্বর থেকে  গ্রেফতার ২

 

আরও পড়ুন: মগরাহাটে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ

আরও পড়ুন: দিনে দুপুরে ফের গুলি মগরাহাটে, নিহত এক, আহত আরও এক