০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুন নয়, গলায় ফাঁস লেগেই অর্জুনের মৃত্যু! হাইকোর্টে রিপোর্ট পেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 48

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় বিজেপি-কর্মী অর্জুন চৌরাসিয়ার। সেই ঘটনায় বিজেপি প্রথম থেকে রাজনৈতিক খুনের অভিযোগ করছে। এমনকী সিবিআই তদন্তের দাবিও করা হয়েছে। তবে অর্জুনকে খুন করা হয়নি, গলায় ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল আলিপুরের কমান্ড হাসপাতাল।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে চৌরাসিয়ার, যার অর্থ অর্জুন আত্মহত্যা করেছেন। কিন্তু, এমনটা মানতে নারাজ বিজেপি নেত্রী তথা অর্জুনের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

এ দিন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, অর্জুনের ময়নাতদন্তের রিপোর্ট পরিবার হাতে পায়নি। আদালত বলছে রিপোর্ট অনুযায়ী ঝুলিয়ে দেওয়ার কারণে মৃত্যু হয়েছে অর্জুনের। কিন্তু এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তিনি আরও বলেন, অর্জুনের উচ্চতা প্রায় ৬ ফুট। কিন্তু যেখানে অর্জুনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেটা ৬ ফুটের থেকেও প্রায় দেড় ফুট বেশি উঁচু। এক্ষেত্রে অর্জুন নিজে আত্মহত্যা করলে সেখানে কোনও চেয়ার কিংবা উঁচু কোনও বস্তু থাকতে হবে, যেখানে উঠে অর্জুন আত্মহত্যা করেছে। কিন্তু এখানে সেরকম কিছু পাওয়া যায়নি।’

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

বিজেপির অভিযোগ, অর্জুনকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তখন জীবিত সে। কিন্তু ঝুলিয়ে দেওয়ার কারণে অর্জুনের মৃত্যু হয়েছে। অর্জুনের পরিবার দাবি করেছে, তারা ইনসাফ চায়। সিবিআই তদন্ত করতে হবে।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে

এই ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশের তরফে আদালতে রিপোর্ট জমা করা হবে। আগামী ১৯ তারিখ পরবর্তী শুনানি হবে বলে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খুন নয়, গলায় ফাঁস লেগেই অর্জুনের মৃত্যু! হাইকোর্টে রিপোর্ট পেশ

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় বিজেপি-কর্মী অর্জুন চৌরাসিয়ার। সেই ঘটনায় বিজেপি প্রথম থেকে রাজনৈতিক খুনের অভিযোগ করছে। এমনকী সিবিআই তদন্তের দাবিও করা হয়েছে। তবে অর্জুনকে খুন করা হয়নি, গলায় ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল আলিপুরের কমান্ড হাসপাতাল।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে চৌরাসিয়ার, যার অর্থ অর্জুন আত্মহত্যা করেছেন। কিন্তু, এমনটা মানতে নারাজ বিজেপি নেত্রী তথা অর্জুনের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

এ দিন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, অর্জুনের ময়নাতদন্তের রিপোর্ট পরিবার হাতে পায়নি। আদালত বলছে রিপোর্ট অনুযায়ী ঝুলিয়ে দেওয়ার কারণে মৃত্যু হয়েছে অর্জুনের। কিন্তু এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তিনি আরও বলেন, অর্জুনের উচ্চতা প্রায় ৬ ফুট। কিন্তু যেখানে অর্জুনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেটা ৬ ফুটের থেকেও প্রায় দেড় ফুট বেশি উঁচু। এক্ষেত্রে অর্জুন নিজে আত্মহত্যা করলে সেখানে কোনও চেয়ার কিংবা উঁচু কোনও বস্তু থাকতে হবে, যেখানে উঠে অর্জুন আত্মহত্যা করেছে। কিন্তু এখানে সেরকম কিছু পাওয়া যায়নি।’

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

বিজেপির অভিযোগ, অর্জুনকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তখন জীবিত সে। কিন্তু ঝুলিয়ে দেওয়ার কারণে অর্জুনের মৃত্যু হয়েছে। অর্জুনের পরিবার দাবি করেছে, তারা ইনসাফ চায়। সিবিআই তদন্ত করতে হবে।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে

এই ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশের তরফে আদালতে রিপোর্ট জমা করা হবে। আগামী ১৯ তারিখ পরবর্তী শুনানি হবে বলে খবর।